Friday, August 27, 2021

কলারোয়ার কলাটুপি গ্রামে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামে অবৈধভাবে বালি উত্তোলন করে এলাকার পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার সকালে এলাকবাসী জানান, কলাটুপি গ্রামের লাল্টু ও আমজেল বহুদিন ধরে অবৈধভাবে বালি তোলার ব্যবসা করে আসছে। তারা এলাকার বড় বড় পুকুর ও খাল থেকে বালি তুলে ট্রলিতে করে নিয়ে বিক্রয় করছে। তাদের বালি তুলতে নিষেধ করলেও তারা না শুনে এলাকার বহু মানুষকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। কলাটুপি গ্রামে এমনভাবে পুকুর থেকে বালি তুললে যে কোন সময় ঘর-বাড়ি ধ্বসে পড়তে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। তাদের এই বালি তোলা বন্ধ করতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি)র সুদৃষ্টি কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

The post কলারোয়ার কলাটুপি গ্রামে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Y2QXpQ

No comments:

Post a Comment