বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জে ওড়নার সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে ফারহানা আক্তার আশা (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের ইমরান হোসেনের স্ত্রী ও ধলবাড়িয়া ইউনিয়নের খুব্দীপুর গ্রামের আশরাফুল তরফদারের মেয়ে।
নিহত গৃবধূর পরিবার সূত্রে জানা গেছে, ফারহানা আক্তার আশা দীর্ঘদিন যাবত শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। এর ফলে ফারহানা আক্তার আশা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। একপর্যায়ে সোমবার ভোররাতে সে সবার অগোচরে নিজের ঘরের আড়ার সাথে ওড়নার সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যেয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
The post কালিগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ypDHsA
No comments:
Post a Comment