নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় কোভিড-১৯ সচেতনতামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ম্যাচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্যাংকার্স ক্লাব দল পরষ্পর মোকাবেলা করে। কলারোয়া হাসপাতাল ও উপজেলার বিভিন্ন ব্যাংক শাখায় কর্মরত কর্মকর্তারা দুই টিমে অংশ নেন। ফুটসালের নিয়মনুসারে খেলায় স্বাস্থ্য কমপ্লেক্স টিম ৫-১ গোলে ব্যাংকার্স ক্লাবকে পরাজিত করে। কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স টিম খেলার প্রথমার্ধে ৩টি ও দ্বিতীয়ার্ধে ২টি গোল করে। আর ব্যাংকার্স টিম দ্বিতীয়ার্ধে ১টি গোল পরিশোধ করতে সক্ষম হন।
স্বাস্থ্য কমপ্লেক্স টিমের খেলোয়াড় ডাক্তার গাজী আশিক বাহার একাই ৩টি গোল করেন। একই দলের ল্যাব টেকনোলজিস্ট আল মামুন ও সিএইচসিপি মাহফুজুর রহমান ১টি করে গোল করেন। অপরদিকে, ব্যাংকার্স টিমের একমাত্র গোল করেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা কাইয়ুম। হ্যাট্রিক গোল করায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডাক্তার গাজী আশিক বাহার। খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন ও কামরুজ্জামান বাবু।
ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহিন, রুস্তম আলী ও জাহাঙ্গীর হোসেন।
এর আগে ফুটবলার মো. মাসুদের ব্যাবস্থাপনায় আয়োজিত প্রীতি ফুটবল খেলার উদ্বোধন করেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা।
অসংখ্য দর্শকের পাশাপাশি খেলা উপভোগ করেন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার লিখন, ডাক্তার সোনিয়া, ক্রীড়া সংগঠক প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আব্দুর রহিম বাবু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, হেলথকেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের এরিয়া ম্যানেজার মমিনুল ইসলাম, ব্যাংকার্স ক্লাবের অধিনায়ক সালাউদ্দিন
চঞ্চল, ফাস্ট সিকিউরিটি ব্যাংকের ম্যানেজার মাহফুজ, হাবিব বিল্লাহ, রবিউল ইসলাম, কলারোয়া নিউজের হাবিবুর রহমান রনি, আদিত্য বিশ্বাস, তাসিন মাহমুদ প্রমুখ।
The post কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে ব্যাংকার্সদের হারালো স্বাস্থ্য কমপ্লেক্স টিম appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3gG0MQR
No comments:
Post a Comment