নিজস্ব প্রতিনিধি: বৃষ্টি এবং হাঁটু সমান পানি অতিক্রম করে অক্সিজেন পৌঁছে দিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান বলেন, সোমবার সকাল থেকে সাংগাঠনিক কার্যক্রম নিয়ে কর্ম ব্যস্ত ছিলাম। শহরের রথখোলা এলাকা থেকে সাজু নামে একজন ফোন করেন এবং বলেন মো: সিরাজুল ইসলামের জন্য অক্সিজেন প্রয়োজন। আমি নিজেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে বৃষ্টির মধ্যে হাঁটু সমান পানি অতিক্রম করে অসুস্থ রোগীর বাড়িতে পৌঁছে দেয়।
রোগীর বাড়ির লোকের সাথে কথা বললে তারা জানান, তাদের এই অবস্থায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগকে পাশে পেয়ে কিছুটা ভরসা পেয়েছে। আর অনেকটা পথ হাঁটু সমান পানি অতিক্রম করে বাসায় পৌঁছে দেবে ভাবতে পারিনি।
The post বৃষ্টি ও হাঁটু পানি ঠেলে অক্সিজেন পৌঁছে দিলো জেলা ছাত্রলীগ সভাপতি আশিক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3fmhVhQ
No comments:
Post a Comment