Friday, August 27, 2021

সাতক্ষীরা মেডিকেলে আরও ৬ জনের মৃত্যু https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা মেডিকেল কলেজ করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মাহিরা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ জ্বর, কাশি, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

এনিয়ে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার ডুশুলিয়া গ্রামের বজলুর রহমানের স্ত্রী মাহিরা (৭০), একই উপজেলার গোমানতলী গ্রামের গৃহবধূ সরবানু (৮০),

কালিগঞ্জ উপজেলার শীতলপুর খানজিয়া গ্রামের মৃত আব্দুল্লাহ সরদারের পুত্র আব্দুর রউফ (৭০), একই উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র শওকত আলী (৭৫), পাটকেলঘাটা থানার সেনেরগাঁতি ইউনিয়নের দৌলতপুর গ্রামের আশুতোষ ঘোষ (৭৫) ও দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া বয়রা গ্রামের ইউসুফ মোল্লার পুত্র আব্দুস সালাম (১৮)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাটা এন্ট্রি অপেরেটর সহিদ আনোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সাতক্ষীরায় এ পর্যন্ত করোনা উপসর্গে মারা গেছেন ৭০৬ জন। আর করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ১০১ জন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ৯০ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ৫ জন পজিটিভ। অন্যরা উপসর্গে চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১৮ জন। আর আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন ৪ জন।

The post সাতক্ষীরা মেডিকেলে আরও ৬ জনের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3DlViV4

No comments:

Post a Comment