Sunday, August 1, 2021

খুলনার চার হাসপাতালে ৬ জনের মৃত্যু https://ift.tt/eA8V8J

খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। রোববার (০১ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (০২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে একজন, খুলনা জেনারেল হাসপাতালে একজন, গাজী মেডিকেল হাসপাতালে দুজন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন নগরীর পূর্ববানিয়াখামার এলাকার তাহেরা বেগম (৬২) ও মোল্লাহাটের চরকুলিয়ার সালমা আক্তার (৬০)।

হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪১ জন।
এরমধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘন্টায় ৬ জন রোগী ভর্তি হয়। আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় সদর থানা এলাকার জোবেদা (৭৭) নামে একজনের মৃত্যু হয়েছে।

The post খুলনার চার হাসপাতালে ৬ জনের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rLXZtP

No comments:

Post a Comment