আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এঁর ১৬০তম জন্মদিনের তাঁর জন্মভিটায় ২ আগস্ট সোমবার বেলা ১টায় সাতক্ষীরা জেলা যুব ঐক্য পরিষদ -এর উদ্যোগে তাঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির পেশাজীবী বিষয়ক উপ-সম্পাদক জনস্বাস্থ্য বিষেশজ্ঞ ডা. সুব্রত ঘোষ, সাতক্ষীরা জেলা যুব ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম-আহবায়ক মিলন রায়, সদস্য সচিব রনজিত ঘোষ, জলা যুব ঐক্য পরিষদ নেতা মিলন বিশ^াস রুদ্র, সদর যুবনেতা কর্ণ বিশ^াস কেডি প্রমুখ।
বিশে^র প্রথিতযশা বিজ্ঞানী বাঙালি জাতিকে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছিলেন। ছাত্রদের সামনে এক টুকরো হাড় হাতে নিয়ে বুনসেন বার্নারে পুড়িয়ে মুখে পুরে দিয়েছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। ছাত্রদের শেখালেন, এটা ক্যালসিয়াম ফসফেট। এছাড়া আর কিছুই নয়। সেটা কোন প্রাণির হাড় তা-ও আর চেনার উপায় রইল না।
রসায়ন দিয়ে শুধু রসায়ন শিক্ষাই নয়, ছাত্রদের মনে ধর্মান্ধতার মূল উপড়ে ফেলার মন্ত্রটিও প্রবেশ করিয়ে দিতেন তিনি। যতটুকু দরকার, তার বাইরে কতটুকুই বা পড়ার আগ্রহ আছে আমাদের বইবিমুখ আগামীর? অথচ বই পড়ার আগ্রহ থেকেই জন্ম হয়েছিল এই বাঙালি মনীষীর। নিজের সফলতাকে পৌঁছে দিতে পেরেছিলেন সার্থকতার শিখরে। এই মহা মানবের কর্মকে স্মরণীয় করে রাখতে সাতক্ষীরা জেলা যুব ঐক্য পরিষদ বিভিন্ন কর্মসূচী পালন করবে বলে জানান নেতারা। প্রেসবিজ্ঞপ্তি
The post আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে যুব ঐক্য পরিষদের শ্রদ্ধা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3fobb35
No comments:
Post a Comment