Wednesday, October 27, 2021

আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন ঢালী সামছু https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে জানানো হয়েছে, আশাশুনি উপজেলাধীন আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নিম্নলিখিত সদস্য সমন্বয়ে গঠিত এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ হতে অনধিক ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেয়া হলো।

কমিটিতে ঢালী মো: সামছুল আলম, (পিতা: মৃত আবুল হোসেন) কে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অভিবাবক সদস্য রেহেনা খাতুন, সাধারণ শিক্ষক সদস্য আ.ন.ম. আলমগীর কবির, এবং সদস্য সচিব আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

উল্লেখ্য ঢালী মো: সামছুল আলম এই বিদ্যালয়ের ৬ষ্ঠ বারের মত সভাপতি নির্বাচিত হলেন। এর আগেও তিনি গত ৫ বার এই বিদ্যালয়ের সভাপতি ছিলেন। তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা: আ ফ ম রুহুল হক এমপি এবং আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডলকে।

The post আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন ঢালী সামছু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ClFuAO

No comments:

Post a Comment