আশাশুনি ব্যুরো: আশাশুনির আনুলিয়ায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীর প্রচার মাইকসহ মঞ্চ ভাংচুর করে তছনছ করার অভিযোগ পাওয়া গেছে। থানায় লিখিত অভিযোগে জানাগেছে, সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া বাজারে আনুলিয়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সম্পাদক ও নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী আনুলিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী মেম্বর শাহাবুদ্দীন সানার নির্বাচনী সভা চলছিল।
মাগরিবের নামাজের বিরতিতে মুসল্লীরা নামাজ আদায় করাকালীন তার প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান আলমগীর আলম লিটনের হুকুমে নাকি তার পক্ষীয় এটিএম সামছুজ্জামান (৩৮), আব্দুল করিম (২৮), সিরাজুল ইসলাম (৩৪) সহ ১০-১২ জন রাম দা, লোহার রড ও লাঠি সোটা নিয়ে নির্বাচনী স্টেজ, স্টেজে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য ডা: আ. ফ. ম রুহুল হকের ছবি সম্বলিত ব্যানার, চেয়ার, টেবিল ও নির্বাচনী মাইক সেট টানা হেচড়া ও ভাংচুর করে তছনছ করে ফেলে। শাহাবুদ্দীন সানার পর্ক্ষীয় লোকজন বাধার সৃষ্টি করলে খুন জখম করাসহ লাশ গুম করার হুমকি ধামকি দিয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। এব্যাপারে শাহাবুদ্দীন সানা বাদী হয়ে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলা রেকর্ড হয়নি বা কোন আসামী গ্রেপ্তার হয়নি। উল্লেখ্য, ইতোপূর্বে উল্লেখিত সন্ত্রাসীরা বিভিন্ন সময় শাহাবুদ্দীন সানার নির্বাচনী সভা সমাবেশে বাঁধা ও হুমকি-ধামকি দেওয়ায় গত ২৪ আগষ্ট নিজে বাদী হয়ে আশাশুনি থানায় ৫৬০নং একটি সাধারণ ডায়েরী করেন।
The post আশাশুনির আনুলিয়ায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীর মঞ্চ ভাংচুর appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jGb44X
No comments:
Post a Comment