Sunday, October 31, 2021

বিনা-১৭ জাতের আমন চাষ করে লাভবান সাতক্ষীরার ১৫০ কৃষক https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১১০ দিনের ব্যবধানে বিঘাপ্রতি ২৫ মণ ধান পেয়ে খুশি সাতক্ষীরার চাষীরা। বিনা-১৭ জাতের এই আমন ধান কাটার পর একই জমিতে রবিশস্য এবং আউশও চাষ করতে পেরেছেন তারা। সময়, পানি এবং সার সাশ্রয়ী বিনা-১৭ জাতের ধান চাষ করে চাষীরা লাভবান হওয়ায় তাদের দেখাদেখি অনেকেই এগিয়ে আসছেন।

রোববার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মাঠে আয়োজিত এক মাঠ দিবসে এসব তথ্য জানান কৃষকরা। তারা বলেন, আমন চাষে আমাদের সময় লাগে ১৫০ থেকে ১৬০ দিন। অথচ মাত্র ১১০ দিনে বিনা-১৭ জাতের ধান পেয়ে আমরা সরিষা ও বিভিন্ন জাতের ডাল উৎপাদনের সুযোগ পেয়েছি। এরপর একই জমিতে আউশ ধান লাগিয়ে আমরা অনেকটাই লাভবান হয়েছি।

কৃষক ইউসুফ আলী, জাহাঙ্গীর আলম, সমীর সরদার ও নার্গিস বেগমসহ কৃষকরা জানিয়েছেন, বিনা-১৭ জাতের ধান চাষে ৪০ শতাংশ পানি কম লাগে। একইভাবে ইউরিয়া সারও লাগে ৩০ শতাংশ কম। উচ্চ ফলনশীল এই জাতের ধান গাছের প্রতিটি ছড়ায় গড়ে ২৫০-২৬০টি ধান থাকে এবং তা ঝরে যায় না। একইসাথে ধানগাছ গুলো সবসময় খাড়া থাকে। এর চালও সরু বলে উল্লেখ করেন তারা। কৃষকরা বলেন, অন্যান্য জাতের ধান চাষে যে ফলন আমরা পেয়ে থাকি তার তুলনায় বিনা-১৭ জাতে অনেক বেশী ফলন লাভ করছি। একইসাথে কৃষকরা এক বছরে একই জমিতে ৪টি ফসল তুলতে পারেন বলে জানিয়েছেন।

সাতক্ষীরার বিনেরপোতা পরমানু কৃষি গবেষনা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তার বলেন, চলতি মওসুমে সাতক্ষীরা জেলার ১৫০ জন চাষী বিনা ১৭ জাতের ধান চাষ করেছেন দেড় হাজার একর জমিতে। তারা প্রত্যেকেই বিঘাপ্রতি গড়ে ২৫ মণ ধান পেয়ে এখন খুশি। এই জাতের ধানের বীজ সরকারিভাবে সরবরাহ করা হয়ে থাকে। এছাড়া অভিজ্ঞ চাষীরাও এই বীজ সংরক্ষণ করে তা অন্যদের মাঝে বিলিবন্টন করে আসছেন। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্য উৎপাদন বৃদ্ধির নীতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিনা-১৭ জাতের ধান একটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে বলে উল্লেখ করেন তিনি।
মাঠ দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা-১৭ এর উদ্ভাবক ও বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক জিএমএ গফুর, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: নূরুল ইসলাম, খুলনা জেলা উপপরিচালক মো: হাফিজুর রহমান, মো: নজরুল ইসলাম, মো: ওয়ারেশ কবির প্রমুখ।

মাঠ দিবসে কৃষক আবু মুসা বলেন, আমি বীজধান সংরক্ষন করেছি। যেকোন কৃষক আমার কাছ থেকে চাহিদামতো বীজধান ক্রয় করতে পারেন। তিনি বিনা-১৭ জাতের ধান চাষে অনেক সাশ্রয় বলে উল্লেখ করেন।

The post বিনা-১৭ জাতের আমন চাষ করে লাভবান সাতক্ষীরার ১৫০ কৃষক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZP1upH

No comments:

Post a Comment