পত্রদূত ডেস্ক: গত ২৬ অক্টোবর ২০২১ তারিখ রাতে খুলনা রুপসা টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড এর সদস্যরা। অভিযান চলাকালে উক্ত এলাকা হতে ২,১৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি ও ১০ কেজি জেলিপাউডার বহনকারী ২ টি ট্রাক ও ১ টি পিকআপ জব্দ করা হয়।
এ সময় অবৈধ জেলিযুক্ত চিংড়ি পরিবহনের সাথে জড়িত ড্রাইভার, হেল্পার ও কর্মচারীসহ মোট ১১ জনকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপসা, জেলা মৎস্য কর্মকর্তা খুলনা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ড্রাইভার ও হেল্পারসহ ৬ জনকে ১ মাসের কারাদন্ড এবং কর্মচারী ৫ জনকে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি ও জেলিপাউডার রুপসা নদীতে ফেলে বিনষ্ট করা হয় এবং ট্রাকগুলোকে রুপসা থানায় হস্তান্তর করা হয়। কোস্ট গার্ড, খুলনার মিডিয়া কর্মকর্তা লে.বিএন খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
The post কোস্ট গার্ড এর অভিযানে পুশ করা চিংড়িসহ আটক ১১ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3BlCK5f
No comments:
Post a Comment