পত্রদূত রিপোর্ট: এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতেই কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র নাছরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার পরিবর্তে কালিগঞ্জ সরকারি কলেজ নির্ধারণ করা হয়েছে।
গত ২০ অক্টোবর জেলা নির্বাচন অফিসার বরাবর দাখিলকৃত আবেদনে বলা হয়েছে, বর্তমানে নাছরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নির্মাণ কাজ চলছে এবং মাদ্রাসাটিতে বাউন্ডারি ওয়াল না থাকায় উন্মুক্ত অবস্থায় আছে। যা নির্বাচনের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া ওই কেন্দ্রের একই সীমানায় একজন প্রার্থীর বাড়ি অবস্থিত।
আবেদনে স্বাক্ষর করেছেন, শেখ নাজমুল হোসেন, নাদির আহমেদ, শেখ মহাসীন আলী, ফাতেমাতুজজহরা কেয়া, শেখ মহিউদ্দীন, শেখ ওসমানসহ ৩৩জন।
জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির জানান, আমি কেন্দ্রটিতে একবার গিয়েছিলাম। প্রয়োজনে আবারও সেখানে যাবো। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সবকিছুই করা হবে।
এদিকে, ভোট কেন্দ্র পরিবর্তনের বিষয়টি একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে আবেদনকারীরা অভিযোগ করেছেন।
The post কুশুলিয়া ইউপির ২নং ওয়ার্ডের ভোটকেন্দ্র পরিবর্তন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZH4XXs
No comments:
Post a Comment