Sunday, October 31, 2021

কলারোয়ায় এসএম কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কলারোয়ার জয় https://ift.tt/eA8V8J

 

এম আইউব হোসেন, খোরদো (কলারোয়া): কলারোয়া ফুটবল মাঠে এস এম গ্রæপ কাপ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ৩১ অক্টোবর বিকালে প্রথম রাউন্ডের খেলায় কলারোয়া ফুটবল একাডেমী বনাম বাবুলিয়া সপ্তম গ্রাম রিক্রিয়েশন ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয। খেলায় ২-০ গোলে কলারোয়া ফুটবল একাডেমী বিজয়ী হয়।

 

কলারোয়ার হাফিজুর রহমান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। কলারোয়া বাজারের সাঈদ টেলিকমের সাঈদ হাফিজুরের হাতে ১টি মোবাইল সেট তুলে দেয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলা পরিচালনা করেন জিএম মাসুদ পারভেজ মিলন। সহকারী পরিচালক ছিলেন মোসারাফ হোসেন ও রুহুল আমিন। ধারা ভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও রুস্তম আলী।

The post কলারোয়ায় এসএম কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কলারোয়ার জয় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Y1GWJM

No comments:

Post a Comment