Wednesday, October 27, 2021

কারিমা হাইস্কুলে আইন সহায়তা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে প্রচারনা বৃদ্ধিতে সাতক্ষীরা সদর উপজেলার কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে-সাতক্ষীরা) এ্যাকটিভিটি’র আওতায় সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটি ও উইমেন জব ক্রিয়েশন সেন্টার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু তাহেররে সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক।

 

উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে-সাতক্ষীরা) এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুস আলীর সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক এর শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরুতেই মাল্টি মিডিয়ার মাধ্যমে সরকারি আইনগত সহায়তা বিষয়ক ভিডিও (নাটক) প্রদর্শন করা হয়। পরে ‘সরকারি আইন সহায়তা কার্যক্রম প্রসারে সচেতনতায় যথেষ্ঠ’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর বিদ্যালয়ের ক্ষুদে ছাত্র-ছাত্রীরা পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে নানা তথ্য-উপাত্ত ও যুক্তিতর্ক দিয়ে অনুষ্ঠানটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরে দায়ীত্ব পালন করেন একই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: আজিজুল ইসলাম। এসময় বিচারকের দায়ীত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুস্তম আলী, সহকারি শিক্ষক মফিজুল ইসলাম এবং জেলা লিগ্যাল এইড কমিটির পর্যবেক্ষক সাকিবুর রহমান বাবলা।
বিতর্ক প্রতিযোগিতার পক্ষে ও বিপক্ষে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে-সাতক্ষীরা এ্যাটিভিটি’র ফাইনান্স এন্ড এডমিন অফিসার সন্ধ্যাবালা ঘোষ ও প্রেগ্রাম অফিসার শেখ রাজিব কামাল।

The post কারিমা হাইস্কুলে আইন সহায়তা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3BmMIn0

No comments:

Post a Comment