Sunday, October 31, 2021

কলারোয়ার লাঙ্গলঝাড়ায় নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক https://ift.tt/eA8V8J

 

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১অক্টোবর) বেলা ১২টার দিকে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওই অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-তালা-কলারোয়ার সাবেক সাংসদ ও বর্তমান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএম নজরুল ইসলাম।

 

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও বর্তমান জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স. ম মোরশেদ আলি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কলারোয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি শেখ মোসলেম আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য সরদার আনছার আলী, কলারোয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফজলুল হক প্রমুখ।

The post কলারোয়ার লাঙ্গলঝাড়ায় নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3CwQn2J

No comments:

Post a Comment