বিশেষ প্রতিনিধি: আমি সারাজীবন সততার সাথে বেঁচে থাকতে চাই। মানুষের ভালোবাসা নিয়ে জনসেবার মাধ্যমে নিজেকে উজাড় করে দিতে চাই। কুশুলিয়া ইউনিয়ন পরিষদকে দালালমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। জনগণ সকল ক্ষমতার উৎস। আপনারা আমাকে সুযোগ দিন। আগামি ২৮ নভেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন।
সোমবার রাত ৮টার দিকে কালিগঞ্জের গোবিন্দপুর আদর্শ যুব সংঘ কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে কুশুলিয়ার নৌকার মাঝি শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি জনগণের খাদেম হয়ে থাকতে চাই। কুশুলিয়া ইউনিয়নের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শক্তিশালী করে সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবো। জনগণের কাক্সিক্ষত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করাই তার লক্ষ্য বলে জানান তিনি।
এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
The post কালিগঞ্জের কুশুলিয়ায় নৌকা প্রতীকের প্রার্থী কাশেমের প্রচারণা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3Gp1oWp
No comments:
Post a Comment