Wednesday, October 27, 2021

দরকার অসাম্প্রদায়িক প্রশাসন-সংবিধান: হাসানুল হক ইনু https://ift.tt/eA8V8J

জাসদের কর্মীসভায় কানায় কানায় পূর্ণ শিল্পকলায় হাসানুল হক ইনু

আসাদুজ্জামান সরদার: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু-এমপি বলেছেন, জাসদ সমাজতান্ত্রিক দল। জাসদ ৪৯ বছর ধরে দেশের স্বার্থ, মানুষের স্বার্থকে সব সময় গুরুত্ব দিয়েছে। দেশের চাহিদার কারণে আমরা কখনও বিরোধীতা করেছি। কখনও সঙ্গ দিয়েছি। আমরা সমলোচনা সহ্য করতে পারি। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে লড়াই করেছি, যুদ্ধ করেছি। পরে আমরা বিরোধী দল হয়েছি। কিন্তু দেশের প্রতি ভালোবাসা, মমত্ববোধ কখনও আমাদের কমেনি। আমরা যখন সমালোচনা করি, তখন সামনে থেকে করি। ঘরকাটা ইঁদুরের মতো পিছন থেকে কিছু করি না। আমরা কোন ষড়যন্ত্রের রাজনীতি করি না। পিছনের রাস্তা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা আমাদের নেই। জাসদ স্বাধীনতার পক্ষ শক্তিতে বিশ্বাস করে। স্বাধীনতার বিপক্ষ শক্তিকে ঘৃণা করে। সাম্প্রদায়িক জঙ্গিবাদ, সন্ত্রাসীদের সাথে আদর্শিক বিরোধিতা আছে। জাসদ সমাজতন্ত্রে বিশ্বাস করে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা অপরাধ করেছে। এর চেয়ে বড় অপরাধ করেছে যারা পাকিস্তানের প্রেতাত্মাদের ক্ষমতায় বসিয়েছে। তারা জাতির সাথে বেইমানী করেছে। পাকিস্তানের দালাল ছিলো-জামাত বিএনপি। সেই বিএনপি-জামাত আবারও দেশেকে পিছনে ফেলে দিতে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিতে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে। এরা ধর্মের নামে মানুষ পুড়িয়ে মারছে। ওরা মানুষ না। তারা গণতন্ত্র মানে না। স্বাধীনতা মানেনা। ১৪ দলই একমাত্র জোট যারা সকল সাম্প্রদায়িকতাকে রুখে দিতে পারে। ১৪ দল এখনও মাঠে আছে। করোনার কারণে কার্যক্রম দুর্বল হয়ে পড়ায় নতুন করে তা বেগবান হবে।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাসদের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে জেলা জাসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামাত হচ্ছে পরগাছা। তারা অন্যের ঘাড়ে ভর করে চলে। মন্দিরে হামলা, মুর্তি ভাঙা, মসজিদের মুয়াজ্জিনকে হত্যা, নামাজ পড়ে বের হয়ে মানুষের বাড়িতে আগুন দেয় তারা। নিরীহ মানুষকে হত্যা করে। এদিকে ক্ষমতাবাদীর নামে দলের মধ্যে গুন্ডাবাজি চলছে এবং দুর্নীতিবাজদের সিন্ডিকেট গড়ে উঠেছে। এরা ভিতরের লোক আর বাইরের শক্তি হচ্ছে জঙ্গিবাদ। এই দুই শক্তিকে প্রতিহত করার আহবান জানান তিনি।
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি বলেন, জিয়া ও এরশাদ সংবিধান বহুভাবে কাটাছেড়া করেছেন। আমরা ১৫ দফা সংশোধনের মাধ্যমে কিছু সাম্প্রদায়িক ও সামরিক সিদ্ধান্ত বাদ দিতে পেরেছি। এখন সংবিধান পর্যালোচনার সময় এসেছে। সাম্প্রদায়িকতা রুখতে অসাম্প্রদায়িক প্রশাসন এবং অসাম্প্রদায়িক রাজনৈতিক অঙ্গন ও অসাম্প্রদায়িক সংবিধান দরকার।
হাসানুল হক ইনু বলেন, বিএনপির দেওয়া তত্ত্বাবধায়ক সরকার ও শেখ হাসিনার পদত্যাগের প্রস্তাব আসার পরই সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়েছে। এক্ষেত্রে প্রশাসনের ব্যর্থতা ছিল। এজন্য উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয় কর্মচারীদের খুঁজে বের করে ও জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়াটাই এখন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রধান চ্যালেঞ্জ। দেশের ৩২ হাজার মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা হলেও ৫০টি এলাকায় হামলার ঘটনা প্রশাসন ঠেকাতে পারেনি। তবে হামলাকারীদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। জাতির কাছে এখন বড় চ্যালেঞ্জ হলো আগামীতে আর কোন সাম্প্রদায়িক ও জঙ্গি হামলা হবে না, সেই গ্যারান্টি। জামাত ইসলামের নামে রাজনীতি করে।
সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেন, সকল সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিদের নিরাপদ আশ্রয় বিএনপি। দুর্গাপূজাকে উছিলা হিসেবে গ্রহণ করে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার জন্য মাঠ ঘোলা করার লক্ষেই এই সাম্প্রদায়িক হামলা এখন হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই প্রস্তাব যতদিন মাঠে থাকবে ততদিন এই দেশে সাম্প্রদায়িক অপঘাত চলতেই থাকবে।
এদিকে দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউসে ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মানবাধিকার রক্ষায় এই আইনের প্রয়োজনীয়তা রয়েছে। তবে নিরীহ মানুষ এবং মিডিয়াকর্মী যাতে এর হয়রানির শিকার না হন সেজন্য আইনটি পর্যালোচনা করে সংশোধন করা দরকার।
প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ১৪ দল এখনও মাঠে আছে। করোনার কারনে কার্যক্রম দুর্বল হয়ে পড়ায় নতুন করে তা বেগবান হবে। এই ১৪ দলই একমাত্র জোট যারা সকল সাম্প্রদায়িকতাকে রুখে দিতে পারে প্রসঙ্গ উল্লেখ করে হাসানুল হক ইনু আরও বলেন, ক্ষমতাবাদীর নামে দলের মধ্যে গুন্ডাবাজি চলছে এবং দুর্নীতিবাজদের সিন্ডিকেট গড়ে উঠেছে।
আলোচনা সভায় সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এড: রবিউল আলম, উপদেষ্টা কাজী রিয়াজ, সহ-সভাপতি মো: সফি উদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চন্নু, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক, জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী প্রমুখ। শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তিনি শহরে এক মশাল মিছিলে নেতৃত্ব দেন।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাসদের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনতার উপস্থিতিতে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি কানায় কানায় পূর্ণ হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জাসদ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জনসভায় উপস্থিত হয়। এসময় জনতার ঢল নামে শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শিল্পকলা একাডেমি চত্ত্বরে।

The post দরকার অসাম্প্রদায়িক প্রশাসন-সংবিধান: হাসানুল হক ইনু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3pJylHh

No comments:

Post a Comment