কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: আগামী ২ নভেম্বর পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউপি নির্বাচন শেষ মুহূর্তে জমে উঠেছে। ইউনিয়নে সর্বত্রই চলছে এখন নির্বাচনী আলোচনা। এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টার, ব্যনার, ফেস্টুনে ছেয়ে গেছে। সকাল থেকে রাত অবধি ভোটারদের দৃষ্টি আকর্ষণে মাইকিংয়ে চলছে নির্বাচনী প্রচারনার গান বাজনাসহ নানান বৈচিত্র্যময় কথামালা। নাওয়া খাওয়া বন্ধ করে ভোটারদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষার জন্য ছুটছেন প্রার্থীরা। অনেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন।
চলতি বছরের গত ২০ সেপ্টেম্বর পাইকগাছা উপজেলার মোট ১০ টি ইউনিয়নের ৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হলেও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সরদার গোলাম মোস্তফার মৃত্যুজনিত কারণে এই ইউনিয়নে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। অবশেষে ৪২ দিন পর আগামী ২ নভেম্বর এ ইউনিয়নে ভোট গ্রহণের ঘোষণা দেন নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে চেয়াম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ মনোনীত শেখ বেনজির আহম্মেদ বাচ্চু নৌকা প্রতিক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের (ইশা) প্রার্থী জিএম কামরুজ্জামান বাবলু হাতপাখা ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: আবু জাফর সিদ্দিকী রাজু আনারস প্রতিক নিয়ে লড়ছেন।
৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন এবং সাধারণ সদস্য পদে ৪৮ জনসহ মোট ৬০ জন মেম্বর পদে প্রার্থী হয়েছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দিন জানান। তিনি আরও জানান, এ ইউনিয়নে মোট ২২ হাজার ৫ শতাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর জন্য মোট ১০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহন চলবে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে।
গতবার নির্বাচনের আগে এ ইউনিয়নে একাধিক নির্বাচনী সহিংস ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কোন সহিংস ঘটনার সংবাদ পাওয়া যায়নি। ইউনিয়নের বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে জানা যায়, নৌকার প্রতিকের শেখ বেনজির আহম্মেদ বাচ্চু ও বর্তমান চেয়ারম্যান মো: আবু জাফর সিদ্দিকীর আনারস প্রতিকের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে। তবে তারা আরও জানান,
পদ্মার এপারের সবচেয়ে অবহেলিত এ ইউনিয়নের বেহাল রাস্তাঘাটের উন্নয়ন, ইউনিয়নবাসির সেবার নিশ্চয়তা ও মাদক মুক্ত ইউনিয়ন গড়তে যিনি কাজ করবেন তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হবে। শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে বলে উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়।
The post জমে উঠেছে হরিঢালী ইউনিয়ন পরিষদ নির্বাচন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZEpKuw
No comments:
Post a Comment