Tuesday, October 26, 2021

কালিগঞ্জের ধলবাড়িয়ায় গাজী শওকাত আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় মোটর শোভাযাত্রা ও পথসভা https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে গাজী শওকাত হোসেনকে পূণরায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোটর শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে শত শত মোটর সাইকেলে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ কালিগঞ্জের বঙ্গবন্ধু ম্যুরালে উপস্থিত হয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরবর্তীতে মোটারসাইকেল র‌্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণসহ বিভিন্ন পথ সভায় মিলিত হয়।
এসব সভায় নৌকার মাঝি গাজী শওকাত হোসেন বলেন, আমি দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি। এজন্য প্রধানমন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ। আমি সকলের কাছে অনুরোধ করবো সকল ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মীরা একত্রিত হয়ে নৌকাকে বিজয়ী করুন।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান, সাবেক সভাপতি জাবেদ আল নাহিয়ান হৃদয়সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

The post কালিগঞ্জের ধলবাড়িয়ায় গাজী শওকাত আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় মোটর শোভাযাত্রা ও পথসভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZiIbVf

No comments:

Post a Comment