Saturday, October 30, 2021

কলারোয়ায় ২০ টাকার নাপা সিরাপ ৫০ টাকা! জরিমানা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: ২০ টাকা মূল্যের এক বোতল নাপা সিরাপ ৫০ টাকা করে বিক্রির অভিযোগে সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালত এক খুচরা ঔষুধ ব্যবাসায়ীকে আর্থিক জরিমানা করেছে।

শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রজবাকসা বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, ব্রজবাকসা বাজারের খুচরা ঔষুধ ব্যবসায়ী নাপা সিরাপ (সর্দি, জ্বর, ব্যথা, যন্ত্রনার ঔষুধ) নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুন মূল্যে বিক্রি করার অপরাধে শিমু ফার্মেসির স্বত্ত্বাধিকারী মাহমুদ হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানে মজুদকৃত নাপা সিরাপের বোতলগুলি জব্দ তালিকায় রাখা হয়েছে। আদালতের কাজে সহায়তা করেন থানার এসআই ইসমাইল হোসেন, বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্টরা।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কলারোয়া উপজেলার ব্রজবাক্স বাজারে নাপা সিরাপ নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করছে। সংবাদ পেয়েই মোবাইল কোর্ট নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাই। গিয়ে দেখি ২০.৭০ টাকা এক বোতল নাপা সিরাপ ৫০ টাকা বিক্রি করছে। মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধীকে আর্থিক জরিমানা করা হয়েছে।’

তিনি আরো জানান ‘দ্রব্যমূল্য নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রয়, ওজন ও পরিমাপে কম, ভেজাল দ্রব্য রাখাসহ ভোক্তা অধিকার আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

The post কলারোয়ায় ২০ টাকার নাপা সিরাপ ৫০ টাকা! জরিমানা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3pPMgeN

No comments:

Post a Comment