পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় লোকনাথ নার্সিংহোম এর পক্ষ থেকে ৩৯তম চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সিএসএস পরিচালিত রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে সোমবার লোকনাথ নার্সিংহোমের নতুন ঠিকানায় এই চক্ষুশিবির অনুষ্ঠিত হয়। চক্ষু শিবিরে দূর-দূরান্ত থেকে রোগীরা ৩০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিয়েই ডাক্তার দেখাতে পারেন। ছানি অপারেশনের রোগীদের নিজস্ব গাড়িতে করে তিলক রুপসা খুলনায় নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার চক্ষুশিবিরে উপস্থিত ছিলেন ডাক্তার মনিরুজ্জামান, তন্ময় কুমার বিশ্বাস, সমন্বয়কারীর নান্টু গোপাল দে, নার্স রেশমা খাতুন, মিহির কান্তি রায়, কিংকর কুমার, সহকারী অতিশ মৃধা, ইমরান হোসেন, হারুণ ও গ্রাম্য ডাক্তার লিয়াকাত হোসেন। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন লোকনাথ নার্সিংহোমের প্রতিষ্ঠাতা পরিচালক পুলক কুমার পাল।
The post পাটকেলঘাটায় লোকনাথ নার্সিং হোমে ৩৯তম চক্ষুশিবির appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3pFXQJi
No comments:
Post a Comment