Thursday, October 28, 2021

শ্যামনগরের ভারত থেকে আনা মাদক গেল কোথায়? https://ift.tt/eA8V8J

 

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কৈখালীতে ভারত থেকে আনা প্রায় ৫ লাখ টাকার মাদক গায়েব হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর রাত ৯টার দিকে কৈখালী ইউনিয়নের জয়াখালী মোড়ে সাহেবখালীর ফজের আলীর ছেলে দেলোয়ারের চায়ের দোকানে বসে গল্প করছিলেন। বৈশখালী গ্রামের কেরামত গাজীর ছেলে জামু ও সাকাত মোল্যার ছেলে আলমগীরের মধ্যে একটি মোটরসাইকেল দ্রæত বেগে আসার শব্দ শুনে জামু পথিমধ্যে বাঁধা দেয়। জামুর বাঁধাকে উপেক্ষা করে মোটরসাইকেলটির চালক না দাঁড়িয়ে জামুকে ধাক্কা দিয় চলে যায়।

ওই সময় জামু, দেলোয়ার, আলমগীরসহ সহযোগীরা তাদের নিজস্ব মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায়ে মাদক বহনকারী মোটরসাইকেলটি ভেটখালী বাজারের উপর দিয়ে মুন্সীগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারের পর সাত্তার মোড়লের মাছের প্রজেক্টে পৌছালে জামু, দেলোয়ার, আলমগীর মাদক বহনকারী মোটরসাইকেলসহ গাড়ির ড্রাইভারকে আটক করে। ফেরার পথে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর ঘাটে বসে থাকা মুন্সীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে রাসেলসহ স্থানীয় কিছু লোকজন তাদের আটক করে। জামু, দেলোয়ার, আলমগীর কৈখালী ও রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যানদেরসহ বিভিন্ন নেতাদের দোহাই দিয়ে ছাড়িয়ে আসে। রাসেল বিষয়টি সন্দেহ করে ভেটখালীর একজন সাংবাদিককে অবগত করেন। উক্ত সাংবাদিক ভেটখালী রাঁয়নগর নৌ-পুলিশের অফিসার ইনচার্জকে অবগত করার পর রাঁয়নগর নৌ-পুলিশের সদস্যরা রাস্তায় গাড়িটির গতিরোধ করার চেষ্টা করলে মাদক বহনকারী মোটরসাইকেলটির চালক ও জামুর সহযোগীরা নৌ-পুলিশের সদস্যদের উপেক্ষা করে পালিয়ে যায় এবং পিছনে আসা ২টি মোটরসাইকেল রাঁয়নগর নৌ-পুলিশের সদস্যরা গতিরোধ করতে সক্ষম হয়। পরে জামু, দেলোয়ার, আলমগীর অন্য কাজে গিয়েছিলো এমন জামু, দেলোয়ার, আলমগীর দোহাই দিয়ে চলে যায়। পরবর্তীতে জামু, দেলোয়ার, আলমগীরসহ সহযোগীরা ভাগ বাটোয়ারা করে ফেলে। বিষয়টি নিয়ে শ্যামনগর থানাকে অবগত এসআই প্রদীপ ও ১জন এএসআইকে পাঠান। এসআই প্রদীপ ও ১ জন এএসআই এসে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

জামু বলেন, আমি বিষয়টি জানি না, আমি গিয়েছিলাম কিন্তু মোটরসাইকেলের চেইন খুলে যাওয়ায় আমি যেতে পারিনি। মুন্সীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পুত্র রাসেল বলেন, জামু, দেলোয়ার, আলমগীর কৈখালী ও রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যানদেরসহ বিভিন্ন নেতাদের দোহাই দিলে আমি তাদের ছেড়ে দিয়েছিলাম ।
রাঁয়নগরের নৌ-পুলিশের অফিসার ইনচার্জ আক্কাস আলী বলেন, সাংবাদিকদের ফোন পাওয়ার পর আমার পুলিশ সদস্যরা রাস্তায় গাড়িটি গতিরোধ করার চেষ্টা করলে মাদক বহনকারী মোটরসাইকেলটির চালক ও জামুর সহযোগীরা পালিয়ে যায় এবং পিছনে আসা ২টি মোটরসাইকেল গতিরোধ করতে সক্ষম হয়। পরে জামু, দেলোয়ার, আলমগীর অন্য কাজে গিয়েছিলো বলে জানায়।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহেদ মুর্শীদ বলেন, মাদক হাতে না পেলে আমরা ব্যবস্থা নিতে পারি না।

The post শ্যামনগরের ভারত থেকে আনা মাদক গেল কোথায়? appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3Ctrp4C

No comments:

Post a Comment