Sunday, October 31, 2021

জমে উঠেছে আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের নির্বাচন https://ift.tt/3jQ8J7S

 

ইব্রাহিম খলিল: সাতক্ষীরায় জমে উঠেছে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন জেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সম্মিলিতভাবে বা ব্যক্তিগতভাবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। আবার কেউ কেউ ভোটারদের আকৃষ্ট করতে ডিজিটাল প্লাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাচ্ছে। আগামী ৫ নভেম্বর শুক্রবার এ ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ।

নির্বাচনে ১২টি পদের বিপরীতে দুটি প্যানেল ভুক্ত হয়ে প্রতিদ্ব›দ্বীতা করছেন ২৩ জন প্রার্থী। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ভবনে অবস্থিত নির্বাচন কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছেন। যার একদিকে আছে সাবেক ক্রিকেটার, ক্রিকেট মাঠের পরীক্ষীত আম্পায়ার নবীন-তারুণ সমন্বয়ে গঠিত সম্মিলিত আম্পায়ার ঐক্য পরিষদ। অপরদিকে সাবেক ক্রিকেটার, ক্রিকেট মাঠের অভিজ্ঞ আম্পায়ারদের সমন্বয়ে গঠিত শফি-মুকুল-হিরন পরিষদ। দুটি প্যানেল থেকে সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম শফি মনোনয়নপত্র সংগ্রহ করায় সে বিনা প্রতিদ্ব›দ্বীতায় জয়লাভ করেন। সেক্ষেত্রে দুটি প্যানেলে ১১টি পদে নির্বাচন হবে।

 

সম্মিলিত আম্পায়ার ঐক্য পরিষদের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি (বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী),সাধারণ সম্পাদক পদে সদ্য বিদায়ী সহকারী সাধারণ সম্পাদক, টাউন স্পোর্টিং ক্লাবের সাবেক ক্রিকেটার, ক্রিকেট মাঠের নিয়মিত মুখ, সাজেক্রীস সদস্য মো. ইদ্রিস আলী বাবু, সহকারী সাধারণ সম্পাদক পদে সুলতান পুর ক্লাবের সাবেক ক্রিকেটার খন্দকার কবির হাসান দিপু, কোষাধ্যক্ষ পদে সাবেক কৃতক্রিকেটার টাউন স্পোর্টিং ক্লাবের উইকেটরক্ষক সাজেক্রীস যুগ্ম-সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক পদে সুলতান পুর ক্লাবের শেখ আখেরুজ্জামান ও কার্যনির্বাহী সদস্য পদে একসময়ে জেলাসহ দেশের বিভিন্ন ক্রিকেট ক্লাবের হয়ে খেলা আল আমিন কবির চৌধুরী ডেভিড, সাইফ উদ্দীন আহমেদ মুকুল, মো. লুৎফর রহমান সৈকত, মো. আশরাফুল হুদা, মো. অহিদুজ্জামান শামীম, শেখ দারুজ্জামান রুবেল ও মনজুরুল হাসান আকাশ ত্রি-বার্ষিক নির্বাচনে জোর প্রতিদ্ব›দ্বীতা করছেন। অপরদিকে, শফি-মুকুল-হিরন পরিষদের সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম শফি (বিনা প্রতিদ্ব›দ্বীতায় জয়ী),

 

 

সাধারণ সম্পাদক পদে সদ্য বিদায়ী সা. সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন খুলনা বিভাগীয় সভাপতি, পিকে ইউনিয়ন ক্লাবের সাবেক ক্রিকেটার, সাজেক্রীস সদস্য আ ম আক্তারুজ্জামান মুকুল, সহকারী সাধারণ সম্পাদক পদে শেখ আসিফ কবির হিরন, কোষাধ্যক্ষ পদে মো. আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক পদে কাজী মো. ফরহাদ ও কার্যনির্বাহী সদস্য পদে শেখ রফিকুর রহমান লাল্টু, মো. সাইফুল হুদা খান তুহিন, মো. জেহাদ হোসেন, মো. মহসীন আলী, মো. ফরহাদ হোসেন, শেখ মোস্তফা আজাদ নয়ন ও মো. আসাদুজ্জামান জোর প্রতিদ্বন্দ্বীতা করছেন।

 

এর আগে ঘোষিত তফশীল অনুযায়ী ১৯ অক্টোবর থেকে মনোনয়ন পত্র বিতরণ করা হয়। সেদিন ১২টি পদের বিপরীতে ২৫ মনোনয়ন পত্র সংগ্রহ করে প্রার্থীরা এবং মনোনয়ন পত্র জমাদেন ২৩ অক্টোবর। এছাড়া নির্বাচনে প্রতিদ্ব›দ্বীকারী বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় ২৫ অক্টোবর এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৮ অক্টোবর। নির্বাচনে ২টি প্যানেলে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ২৯ অক্টোবর। আগামী ৫ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ভবনে অবস্থিত নির্বাচন কমিশনারের কার্যালয়ে। একই দিন ভোট গ্রহণ শেষে গননা ও ফলাফল ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশনার মো.আশরাফুজ্জামান আশু। নির্বাচনে ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবে। আগামী তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে।

The post জমে উঠেছে আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের নির্বাচন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31k6x1Z

No comments:

Post a Comment