Thursday, October 28, 2021

রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় নৌকার দাবীদার ৫জন https://ift.tt/eA8V8J

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: ফজলুল হক মোড়লের সভাপতিত্বে ভেটখালী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের পাশে অবস্থিত সাইক্লোন সেল্টারের দ্বিতীয় তলায় ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫জন প্রার্থীর নৌকার মনোনয়ন চেয়ে আবেদন জমা নেওয়া হয়।

 

নৌকার মনোনয়ন প্রত্যাশী ি সেবে প্রয়োজনীয় কাগজ জমা দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য মো: হায়াত আলী গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, চেয়ারম্যান শেখ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক শাহিনুর আলম শাহিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আনোয়ারুল হাসান ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সস্পাদক মনিন্দ্র মিস্ত্রী। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পতিত পাবন মন্ডল ও সদস্য সাংবাদিক মো: হুমায়ুন কবির। সভাপতি বলেন, যারা দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন তাদের আবেদন উপজেলা কমিটির সভাপতি ও সেক্রেটারীর কাছে জমা দিবেন। তারা যে সিধান্ত দিবেন সে মোতাবকে রেজুলেশন করা হবে।

The post রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় নৌকার দাবীদার ৫জন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3EpWJl7

No comments:

Post a Comment