Thursday, October 28, 2021

ভোমরা ইউনিয়নের নির্বাচনী হালচাল https://ift.tt/eA8V8J

সীমান্ত প্রতিনিধি: আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ৬ নং ভোমরা ইউনিয়নের হাল ধরতে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির বিপরিতে নির্বাচনে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৩৯ জন প্রার্থী। এরমধ্যে ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ১২ জন সংরক্ষিত মহিলা প্রার্থী ও ৩২ জন পুরুষ সদস্য পদপ্রার্থী রয়েছেন। ইউনিয়নের সকল স্তরে ছেয়ে গেছে নির্বাচনী ব্যানার ও প্রতিক সম্বলিত কাগজ। ঝুলছে রাস্তার এপার হতে ওপার। চায়ের দোকানে হাট বাজার রেস্তরাঁ সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। কোন ১৩ জন ধরবেন ভোমরা ইউনিয়নের হাল। সেই হিসাব নিকাশে ব্যস্ত সময় পার করছেন ইউনিয়নের মানুষ।

চেয়ারম্যান পদে ৫জন হলেন-আওয়ামী লীগের মো: শহিদুল ইসলাম (নৌকা), বিএনপির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো: সামছুল আলম (চশমা), স্বতন্ত্র ডা: মমিনুল ইসলাম মধু (ঘোড়া), জাপা সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো: ইসরাইল গাজী (মোটরসাইকেল), স্বতন্ত্র মো: সাহেব আলী (আনারস)।

১নং ওয়ার্ডে ৩জন সদস্য পদের প্রার্থীরা হলেন-ডা: আশাবুর রহমান, মোহাম্মাদ আলী ও সাদ্দাম হোসেন। ২নং ওয়ার্ডে ৩ জন সদস্য পদের প্রার্থীরা হলেন- মো; এমাদুল হক, আব্দুল গনি ও পলাশ। ৩ নং ওয়ার্ডে সদস্য পদের প্রার্থীরা হলেন-মো: কবির হোসেন ও আব্দুস সবুর। ১, ২ ও ৩,নং সংরক্ষিত ওয়ার্ডে ৪জন সদস্য পদের প্রার্থীরা হলেন-মাছুরা বেগম, হামিদা খাতুন, আমেনা আক্তার শিলা ও মমতাজ বেগম।

৪ নং ওয়ার্ডে সদস্য পদের প্রার্থীরা হলেন- সাজ্জাত হোসেন ও আক্কাজ আলী। ৫ নং ওয়ার্ডে ৬ জন সদস্য পদের প্রার্থীরা হলেন-আমিনুর রহমান, আব্দুল মোতালেব, আব্দুল খালেক, কবির হোসেন, আনছার আলী ও রবি। ৬নং ওয়ার্ডে ৩ জন সদস্য পদের প্রার্থীরা হলেন- সন্তোষ কুমার, জালাল উদ্দীন সরদার, তফসিরুল আলম। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে সদস্য পদের প্রার্থীরা হলেনÑআম্বিয়া খাতুন, খাদিজা খাতুন ও সুমিত্রা। ৭ নং ওয়ার্ডে সদস্য পদের প্রার্থীরা হলেন-নেছার উল্যাহ আল মামুন, বজলুর রহমান, আব্দুস সালেক বাবলু ও সফিকুল ইসলাম সফি। ৮ নং ওয়ার্ডে সদস্য পদের প্রার্থীরা হলেন-শফিকুল ইসলাম, মোশারাফ হোসেন, জবেদ আলী, আব্দুস সাত্তার, বকুল হোসেন, জবেদ আলি ও রবিউল। ৯ নং ওয়ার্ডে সদস্য পদের প্রার্থীরা হলেন-আব্দুর রহিম ও মিজানুর রহমান। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদের প্রার্থীরা হলেন- রাবেয়া বিবি, আম্বিয়া খাতুন, রহিমা খাতুন, খাদিজা খাতুন ও ফতেমা বেগম। আগামী ১১ নভেম্বর ইউনিয়নের ২১ হাজারের অধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

The post ভোমরা ইউনিয়নের নির্বাচনী হালচাল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bmVmXS

No comments:

Post a Comment