Wednesday, October 27, 2021

কলারোয়ায় বিবাহ-নিকাহ রেজিস্ট্রার নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্তের দাবী https://ift.tt/eA8V8J

মনিরুল ইসলাম মনি: কলারোয়া পৌরসভাধীন ১, ২ ও ৯নং ওয়ার্ডে বিবাহ-নিকাহ রেজিস্ট্রার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। গত ১১ অক্টোবর এই নিয়োগ সংক্রান্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বিগত ২২ আগস্ট সাতক্ষীরার স্থানীয় একটি পত্রিকায় বিবাহ-নিকাহ রেজিস্ট্রার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আলেম পাশ হতে হবে উল্লেখ করা হয়। কিন্তু ৪ জন আবেদনকারীর মধ্যে মাত্র একজনই আলিম পাশ ছিলেন। অভিযোগ উঠেছে, পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা নিকাহ রেজিস্ট্রার মাওলানা মো: আমীরুল ইসলামের ছেলে মো: কামরুল ইসলাম ১, ২ ও ৯ নং ওয়ার্ডের বিবাহ-নিকাহ রেজিস্ট্রার পদে আবেদন করেন। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। কারণ আবেদনকারী তার নিজের ওয়ার্ডের নির্ধারিত এলাকার জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থী মো: কামরুল ইসলাম নিয়ম লঙ্ঘন করে পৌরসভার অন্য ওয়ার্ডের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন। পরবর্তীতে তিনি ৩ নং ওয়ার্ডের পরিবর্তে ২ নং ওয়ার্ডের বাসিন্দা হওয়ার জন্য ৩১ আগস্ট ২০২১ তারিখে আবেদন করেন। এসকল অসঙ্গতি থাকার পরও মো: কামরুল ইসলাম কোনো অদৃশ্য ক্ষমতার বলে উক্ত পদে নিয়োগ পেয়েছেন বলে মনে করছেন অনেকেই। বিষয়টি যথাযথ তদন্তেরও দাবী জানিয়েছেন তারা।
এ বিষয়ে কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, বোর্ডে মাত্র একজন প্রার্থী উপস্থিত ছিলেন, বাকি তিন প্রার্থী অযোগ্য। মন্ত্রণালয়ে একজনের নাম পাঠানো যাবে কী না জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমার তেমন কিছু জানা নেই। তবে তিনি বলেন, এক জনের নাম পাঠাতে তিনি নারাজ। সুনির্দিষ্ট প্রার্থীকে নিয়োগে সহায়তা করার জন্য পরিকপল্পিতভাবে অযোগ্য প্রার্থীদের নামও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর তোড়জোড় চলছে বলে অভিযোগ উঠেছে।

The post কলারোয়ায় বিবাহ-নিকাহ রেজিস্ট্রার নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্তের দাবী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3nBWixf

No comments:

Post a Comment