আশাশুনি ব্যুরো: আশাশুনি সদরের হাড়িভাঙ্গায় সুরঝংকার সঙ্গীত একাডেমী নামে একটি সাংস্কৃতিক সংগঠনের উদ্বোধন করা হয়েছে। বুধবার রাতে নাটানা-হাড়ীভাঙ্গা বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মু. গোলাম কবির।
বিশিষ্ট সঙ্গীত অনুরাগী শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব। বাবুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোঝজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আমন্ত্রিত ও স্থানীয় শিল্পী কৃষ্ণ সরকার, সাগর, রমজান, বাবু, তানিয়া, সুমা, অর্পিতা, ঝিলিক, রিপা। নৃত্য পরিবেশন করেন কোয়েল, জাবা, রজনী, কঙ্কাবতী বাইন, রাজু, সাথী, উত্তম।
The post আশাশুনির হাড়ীভাঙ্গায় সুরঝংকার সঙ্গীত একাডেমী উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jOb17s
No comments:
Post a Comment