Wednesday, October 27, 2021

ডুমুরিয়ার ১৪ ইউপিতে চেয়ারম্যান পদেকে কোন প্রতীক পেলেন https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচনে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী ৬৩ জন চেয়ারম্যান, ১৬২ জন সংরক্ষিত সদস্য ও ৫৪২ জন সাধারণ ওয়ার্ড সদস্য পদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (২৭অক্টোবর) দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের ঘোষিত তফসীল অনুযায়ী ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৬৩ জন, ৪২টি সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৬২ জন ও ১২৬টি সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৫৪২ জন চুড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে রাজনৈতিক দল মনোনিত প্রার্থীরা দলীয় প্রতীক পেলেও স্বতন্ত্র প্রার্থীদের কোন কোন ক্ষেত্রে লটারীর মাধ্যমে প্রতীক নির্বাচন করে বরাদ্দ দেওয়া হয়েছে।

 

উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যারা যে প্রতীক পেয়েছেন তারা হলেন- ১নং ধামালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো: রেজোয়ান হোসেন মোল্ল্যা (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী কামরুজ্জামান ফকির (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী বিএম জহুরুল হক (আনারস), এসএম তোফাজ্জেল হক (রজনী গন্ধ্যা), জাহাঙ্গীর হাবিব টাইফুন (মোটর সাইকেল), মো: আনারুল ইসলাম (অটোরিকসা) ও জিএম সাকি (ঘোড়া)। ২নং রঘুনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী খান শাকুর উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মনোজিৎ বালা (আনারস), গাজী আব্দুল হক (ঘোড়া) ও এ.এম আমিনুর রহমান (চশমা)। ৩নং রুদাঘরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোস্তফা কামাল খোকন (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী মাহাবুব আলম (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী গাজী তৌহিদুজ্জামান (আনারস), এমএম ইমরান হোসেন (ঘোড়া)। ৪নং খর্ণিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আফরোজা খানম মিতা (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী আহম্মদ আলী (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী শেখ দিদারুল হোসেন দিদার (ঘোড়া), শেখ হেফজুর রহমান (আনারস), মেহেদী হাসান বিপ্লব (অটোরিকসা)।

৫নং আটলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী প্রতাপ কুমার রায় (নৌকা), স্বতন্ত্র প্রার্থী শেখ হেলাল উদ্দিন (আনারস) এবং দৌলত হোসেন সরদার (ঘোড়া)। ৬নং মাগুরাঘোনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত রফিকুল ইসলাম হেলাল (নৌকা), ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস (হাতপাখা), মো: আব্দুল আজিজ (আনারস), মো: আব্দুল আজিজ শেখ (অটোরিকসা), শহিদুল ইসলাম(চশমা) আশরাফুল শেখ (ঘোড়া) ও আব্দুল হালিম (মোটর সাইকেল)
৭নং শোভনা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সরদার আব্দুল গণি (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সুরঞ্জিত কুমার বৈদ্য (মোটর সাইকেল)। ৮নং শরাফপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত এইচএআইএম উবাঈদ উল্লাহ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী শেখ রবিউল ইসলাম (চশমা), হাফেজ মো: ওহিদুজ্জামান (ঘোড়া), বিএম আলমগীর হোসেন (আনারস)।
৯নং সাহস ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শেখ আব্দুল কুদ্দুস (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী সৈয়েদ মোস্তাফিজুর রহমান(হাতপাখা)স্বতন্ত্র প্রার্থী মো: মাহবুবুর রহমান মোল্যা (আনারস), শাহজালাল মোড়ল (ঘোড়া) আনিচুর রহমান (মোটর সাইকেল)।
১০নং ভান্ডারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হিমাংশু বিশ্বাস (নৌকা), স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র দে (মোটর সাইকেল), খান জিয়াউর রহমান (আনারস) ও বিপুল মন্ডল(ঘোড়া)।
১১ নং ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী শাহনাওয়াজ হোসেন জোয়ার্দ্দার (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী আব্দুস সালাম খান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী গাজী হুমায়ুন কবির বুলু (চশমা), শেখ রবিউল ইসলাম (মোটর সাইকেল), এসএম জাহাঙ্গীর আলম (আনারস) ও মাসুদ রানা নান্টু (ঘোড়া)। ১২নং রংপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রামপ্রসাদ জোদ্দার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ সমরেশ মন্ডল (ঘোড়া) ও কাজল বিশ্বাস (আনারস)।
১৩নং গুটুদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী কাজী আলমগীর হোসেন (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী কবির সানা (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মোস্তফা সরোয়ার (চশমা), আবুল হাসান গাজী (আনারস), শেখ তুহিনুল ইসলাম (ঢোল), কাজী আব্দুল্লাহ (মোটর সাইকেল) ও সুস্মিতা রানী গাইন (ঘোড়া)। ১৪নং মাগুরখালি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বিমল কৃষ্ণ সানা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সুজিত কুমার মন্ডল (আনারস), প্রতিক বরাদ্দ পেয়েছেন।
আগামী ১১ নভেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

 

The post ডুমুরিয়ার ১৪ ইউপিতে চেয়ারম্যান পদেকে কোন প্রতীক পেলেন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3BnFKOm

No comments:

Post a Comment