Saturday, October 30, 2021

অলিক স্বপ্ন রাত্রি https://ift.tt/eA8V8J

সুদয় কুমার মণ্ডল

পাখির কলরব আলোর বন্যায় ধ্বংসগন্ধ
দিন অন্ধ চামচিকা বাদুড় আড়ালে লুকায়
রাত্রির গহর জুড়ে করে অবাধ বিচরণ
খাদ্য অন্বেষণে জীবিকার তাগিদে ব্যস্ত।

পৃথিবীর রূপ রং অনাদিকাল সৃষ্টি রহস্য
ঘেরা সর্বনাশা কাল স্রোত বয় অবিরাম
আলো বায়ু জল সৃষ্টি রক্ষায় অবিচল
ভাসমান জঞ্জালে ঘটে অনাকাঙ্খিত সংঘাত।

বিচিত্র প্রকৃতির শোভনীয় বৈচিত্র্য
অর্ন্তঘাতের অগ্নি স্ফুলিঙ্গে ধুম্র কুণ্ডলী
শুদ্ধ পররিমণ্ডল আহত করে ঘুম ঘোরে
শিশিরের কান্না ঝরে শান্ত সাগরে।

অলিক স্বপ্ন রাত্রি প্রহর গুনে সংকীর্ণতায়
দুশমনের মগজে ঢুকে চিরন্তনী সত্যের ঘাড়
মটকায়,অনাবিলে আবিল জড়িয়ে
সুন্দর পৃথিবীর সুখনিদ্রা কেঁড়ে নেয়
অপরিচ্ছন্ন ধারণায়।

অসুরের পদভরে ইন্দ্রাসন টলমল
শ্বাশতকাল ভৈরবী তাণ্ডবে অসুস্থ ধরা
আদ্যাশক্তি নানা প্রহরণে রুখেছে অসুর
রক্ষা করেছে মানবের কল্যাণে শান্তির ধরা
ধর্ম রক্ষিত ধার্মিকং।

The post অলিক স্বপ্ন রাত্রি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3nJpC4Z

No comments:

Post a Comment