Friday, October 29, 2021

ধুলিহর ইউপিতে নৌকার নির্বাচনী জনসভায় ভোট চাইলেন নজরুল ইসলাম https://ift.tt/eA8V8J

১১ নভেম্বর ধুলিহর ইউপি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলার ৮নং ধুলিহর ইউপি নির্বাচনকে সামনে রেখে ঐতিহ্যবাহী কোমরপুর ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

এ সময় ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। তিনি বলেন, মিজানুর রহমান বাবু সানা প্রধানমন্ত্রীর নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী, শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে নির্বাচিত করতে হবে।

ধুলিহর ইউপির উন্নয়নে নৌকার বিকল্প নেই। আগামী ১১ নভেম্বর নৌকার ভোট দিয়ে মিজানুর রহমান বাবুকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু। তিনি বলেন, ধুলিহর ইউপি নির্বাচনে নৌকার মাঝি মিজানুর রহমান বাবুর বিকল্প নেই। তাকে জয়যুক্ত করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল প্রমুখ।

এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আজাহারুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন,

৮ ধুলিহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: মিজানুর রহমান বাবু। তিনি তার বক্তব্যে বলেন, দীর্ঘ সাড়ে ৫বছর যাবত আপনাদের সুখে দু:খে পাশে থেকে আপনাদের হক আপনাদের ইউনিয়ন পরিষদের সেবা আপনাদের দোর গোঁড়ায় পৌছে দিয়েছি। আমার ইউনিয়নে অসংখ্য পাকা রাস্তা করেছি। গ্রাম আদালতের মাধ্যমে কাজ করেছি। প্রধানমন্ত্রীর স্বপ্নের গ্রামকে শহরে পরিণত করেছি।

জনসভায় ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে দলমত নির্বিশেষে হাজারো কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি

The post ধুলিহর ইউপিতে নৌকার নির্বাচনী জনসভায় ভোট চাইলেন নজরুল ইসলাম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3vZPH3O

No comments:

Post a Comment