Sunday, October 31, 2021

কাশেমপুরে তুচ্ছ ঘটনায় একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা-পুত্রসহ একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে।

রবিবার (৩১ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার পর আহতদের দ্রæত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করে সদর থানা পুলিশ। আহতরা হলেন কাশেমপুর গ্রামের মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে আব্দুল মাজেদ (৬২), মাজেদের ছেলে আবু সাঈদ (৪২) ও তার স্ত্রী নাজমা আক্তার তামান্না (৩০)। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভূক্তভোগী পরিবারের সদস্যরা। স্থানীয় ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আবু সাঈদের বসতবাড়ির সীমানার ইটের প্রাচীরের উপরে একই এলাকার মৃত শহর আলী বিশ্বাসের ছেলে সিরাজুল ইসলামদের কুলগাছের ডাল এসে পড়ে। প্রাচীরের উপরের কুলগাছের ডালগুলো বহুবার কেটে নেওয়ার কথা বললেও সিরাজুলরা কারো কথায় কর্ণপাত করেননা। এমতাবস্থায় তিনদিন আগে আবু সাঈদ বাধ্যহয়ে তার প্রাচীরের উপরে থাকা কুলগাছের ডাল ছাঁটাই করে দেন।

 

এনিয়ে উভয়পক্ষের ভিতরে বিরোধ সৃষ্টি হলে সিরাজুলরা একটি গ্রাম্য সালিশ ডাকেন। তবে গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হওয়ার আগেই রবিবার সকালে কোনকিছু বুঝে ওঠার আগেই সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, বিলাল হোসেন, হিল্লাল হোসেনসহ আরও ৪-৫ জন ব্যক্তি আবু সাঈদের বসতবাড়িতে গিয়ে আবু সাঈদকে এলোপাথাড়িভাবে কোপানো শুরু করে। এসময় আবু সাঈদের পিতা আব্দুল মাজেদ সরদার এগিয়ে আসলে তাকেও কুপাতে থাকেন তারা। এসময় আবু সাঈদ, আব্দুল মাজেদ সরদার, নাজমা আক্তার তামান্নাসহ তার প্রতিবন্ধী সন্তানকেও মারপিট করেন তারা। পরবর্তীতে প্রাণভয়ে আবু সাঈদরা ঘরের ভিতরে অবস্থান নিয়ে দরজা লক করলেও পার্শ্ববর্তী ঘরের আসবাবপত্র ভাংচুরসহ লুটপাট করতে থাকে। উপায়ন্তর না দেখে আবু সাঈদ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার পর সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে গুরুতর আহত অবস্থায় আবু সাঈদ, আব্দুল মাজেদ ও নাজমা আক্তার তামান্নাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করে। এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, ভূক্তভোগী পরিবার ৯৯৯ এ ফোন দেওয়ার সাথে সাথে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

The post কাশেমপুরে তুচ্ছ ঘটনায় একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3GE19qA

No comments:

Post a Comment