Tuesday, October 26, 2021

সম্ভাব্য অভিবাসীদের সাথে পারস্পারিক মতবিনিময় সভা https://ift.tt/eA8V8J

সম্ভাব্য অভিবাসীদের সাথে পারস্পারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, টিটিসির অধ্যক্ষ কেএম মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, সাতক্ষীরা টিটিসি’র জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম, টিটিসির ইন্সট্রাক্টর সুমন চন্দ্র প্রমুখ।
উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এবং অগ্রগতি সংস্থার বাস্তবায়নে সভায় মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য প্রকল্প আশ^াসের যাত্রা শুরু হয়।
সভায় বিদেশ থেকে ক্ষতিগ্রস্থ হয়ে ফিরে আসাদের নিয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেখানে ক্ষতিগ্রস্থদের বিভিন্ন সহযোগিতার ব্যবস্থাও থাকবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অগ্রগতি সংস্থার প্রতিনিধি ধনঞ্জয়। এছাড়া মানব পাচার বিষয়ে বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার মানবপাচার বিষয়ক কর্মকর্তা মনিরা পারভীন। প্রেসবিজ্ঞপ্তি

The post সম্ভাব্য অভিবাসীদের সাথে পারস্পারিক মতবিনিময় সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XMEiYe

No comments:

Post a Comment