নিজস্ব প্রতিনিধি: আনন্দঘন পরিবেশে কেক কেটে নাট্য শিল্পী ও সাংবাদিক আরিফুজ্জামান আপনের জন্মদিন পালিত হয়েছে। বুধবার ২৭ অক্টোবর বিকাল ৫টায় শহরের কপিভিলে এন্ড মিনি চায়নিজে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে উক্ত সংগঠনের সাধারণ স¤পাদক, দৈনিক পত্রদূতের সাংবাদিক ও নাট্য শিল্পী আরিফুজ্জামান আপনের জন্মদিন কেক কেটে পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার সহ-সভাপতি উম্মে রোকাইয়া খানম ডেইজী, অতুল কুমার ঘোষ, এসএম বিল্পব হোসেন, যুগ্ম স¤পাদক তানজিলা বেগম, সাংগঠনিক স¤পাদক ইব্রাহিম খলিল, জাহাঙ্গীর হোসেন, রমিজুল ইসলাম, সদর উপজেলার সভাপতি আবিদ হাসান টিটু, জেলা শাখার সহ-সাংগঠনিক স¤পাদক কর্ণ বিশ্বাস কেডি, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক স¤পাদক ইব্রাহিম হোসেন, সহ-দপ্তর স¤পাদক মুজাহিদুল ইসলাম, ছাত্র বিষয়ক স¤পাদক উজ্জ্বল মোল্যা, ছাত্রী বিষয়ক স¤পাদক সাবিনা ইয়াসমিন, ঋণ ও সঞ্চয় বিষয়ক স¤পাদক গোলাম হোসেন, শিশু বিষয়ক স¤পাদক শিরিন আক্তার, কার্যকরী সদস্য মো: হোসেন আলী, খুকুমণি, বিল্লাল হোসেন, রোটারিয়ান তানভীর হোসেন মুন্না, রোটার্যাক্ট প্রেসিডেন্ট আতিকুজ্জামান আপন, রোটার্যাক্ট মোস্তাকিম হোসেন সোহান,হাফিজা আফরোজা নিলা প্রমুখ। এ সময় সকলেই আপনের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
The post কেক কেটে নাট্য শিল্পী ও সাংবাদিক আপনের জন্মদিন পালিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3vY1QpF
No comments:
Post a Comment