Saturday, October 30, 2021

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি:  কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সাতক্ষীরায়  র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটি যৌথভাবে এ কর্মসূচী পালন করে।
মুজিববর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি  এ প্রতিপাদ্যে শনিবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র‌্যালি বের করা হয়।
 র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায়  মিলিত হয়।
জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর সংসদ সদস্য,  জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী,  ডা. মোনোয়ার হোসেন, প্রমুখ।
এ সময় বক্তরা অপরাধ দমনে পুলিশকে সহায়তা করার পাশাপশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এ কর্মসূচিতে জেলা পুলিশের কর্মকর্তা, সদস্য, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করে।

The post সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3EoVena

No comments:

Post a Comment