‘চাই মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ। রাজনৈতিক দোষারোপ নয়, সহিংসতা রোধে অবিলম্বে সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার হোক’-এই দাবীকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।
সম্প্রতি শারদীয় দুর্গোৎসবে কুমিল্লার একটি পূজামÐপের ঘটনাকে কেন্দ্র করে দেশের অন্তত ১৫টি জেলায় শতাধিক সাম্প্রদায়িক সহিংসতায় অন্তত ছয়জন নিহত এবং কয়েকশ’ মানুষ আহত হয়েছে। এসকল সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবিতে ২৮ অক্টোবর সকাল ১০টায় একযোগে বাংলাদেশের ৪৫টি জেলা ও উপজেলার সনাক এলাকায় টিআইবি’র পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।
এরই অংশ হিসেবে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সনাক সাতক্ষীরা এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে অংশ নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন। শুরুতে সনাক সাতক্ষীরার সদস্য প্রফেসর আব্দুল হামিদ মানববন্ধনে অংশগ্রহণকারী সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, রাজনৈতিক দোষারোপের ঘেরাটোপে আটকে এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের সহিংসতা মাঝে মধ্যেই ঘটছে।
এরপর সাম্প্রদায়িক সহিংসতা রোধে সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সনাকের পক্ষ থেকে ৬দফা সুপারিশ উপস্থাপন করা হয়, যেমন; ১. সাম্প্রদায়িক সহিংসতার সমস্ত ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং দ্রæত বিচার ট্রাইব্যুনালে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ২. সহিংস ঘটনার যেন বিস্তৃতি না ঘটে সেজন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী কর্তৃক তাৎক্ষণিক জোরালো পদক্ষেপ গ্রহণ ৩. শাহাবুদ্দিন কমিশন কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন প্রকাশ এবং এতে উল্লেখিত সুপারিশের আলোকে ব্যবস্থা গ্রহণ ৪. সাম্প্রদায়িক শক্তির প্রতি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা চিরতরে নির্মূল করতে হবে এবং প্রশাসনিক ও আইন প্রয়োগকারী সংস্থার পরিপূর্ণ নিরপেক্ষতা ও পেশাগত উৎকর্ষ নিশ্চিত করতে হবে ৫. ধর্মীয় উগ্রবাদ ও সহিংসতা রোধে শিক্ষাক্রমে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় পাঠ্য হিসেবে অন্তর্ভুক্তকরণ এবং ৬. ভবিষ্যতে যেন সাম্প্রদায়িক সহিংসতার মতো জঘন্য অপরাধ সংঘটিত না হয় সেজন্য রাষ্ট্রীয় উদ্যোগে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।
সুপারিশসমূহ উপস্থাপনের পর সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাছুম মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। তিনি বলেন, একটি গোষ্ঠি বা কিছু মানুষের অপরাধের কারণে সারাদেশের মুসলিমরা যেমন দোষী হতে পারে না, তেমনি দু-একজন মানুষের ভুলের জন্য দেশের সকল হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমন, খুবই জঘন্য কাজ। কেউ যদি দোষ করে থাকে, দেশের প্রশাসন প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা আমাদের সকলকে বুঝতে হবে। এরপর মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি সিদ্দুকুর রহমান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য ও সাংবাদিক কল্যাণ ব্যানার্জি ও ডা: সুশান্ত কুমার ঘোষ। সবশেষে সনাক সভাপতি পবিত্র মোহন দাশ মানববন্ধনে উপস্থিত হবার জন্য এবং মানববন্ধনে সংহতি প্রকাশ করার জন্য সকলকে ধন্যবাদ জানান। মানববন্ধনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্বজন সমন্বয়ক রেবেকা সুলতানা ও মনিরুজ্জামান মুন্না, ইয়েস দলের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ। প্রেসবিজ্ঞপ্তি
The post সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সনাকের মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3bhqI2i
No comments:
Post a Comment