Wednesday, October 27, 2021

শ্যামনগর সীমান্তে নারী-পুরুষসহ আটক ৩ https://ift.tt/eA8V8J

শ্যামনগর (সদর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর সীমান্ত থেকে ভারতে যাওয়ার প্রাক্কালে নারী-পুরুষসহ ৩ ব্যক্তিকে আটক করেছে উত্তর কৈখালী বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উত্তর কৈখালী বিওপি ক্যাম্পের হাবিলদার সত্যজিত দেব বর্মনের নেতৃত্বে বিজিবি সদস্যরা বিওপি সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাধের উপর থেকে তাদের আটক করে। সংঘবদ্ধ দালাল চক্রের মাধ্যমে অধিক মজুরীতে ভারতে কাজ করতে যাচ্ছিলো আটককৃতরা জানায়।
আটককৃতরা হলেন-গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদরের উরষি পশ্চিমপাড়া গ্রামের গুরু শেখের পুত্র আলিম শেখ ও তার স্ত্রী মোছা: শামীমা বেগম এবং একই জেলার চরপুকুরিয়া গ্রামে শহিদুল ইসলামের কন্যা মদিনা খাতুন। উত্তর কৈখালী বিওপি ক্যাম্প বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশের খবর গোপনে জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে নারীপুরুষসহ ৩ ব্যক্তিকে আটক করে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আইনের আদালতে প্রেরণ করা হয়েছে।

The post শ্যামনগর সীমান্তে নারী-পুরুষসহ আটক ৩ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZD2UDN

No comments:

Post a Comment