Monday, November 29, 2021

আশাশুনির টেংরাখালী দক্ষতা উন্নয়নমূলক অনাবাসিক প্রশিক্ষণ শুরু https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনির টেংরাখালীতে দু’দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক অনাবাসিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী বাছাড়পাড়া এলাকায় প্রশিক্ষন শুরু হয়েছে।

 

পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের আওতায় ছাগল, ভেড়া ও পাঁঠা ছাগল পালন বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কাদাকাটি ইউনিয়নের ১জন সফল খামারীসহ সর্বমোট ২৬জন উপকারভোগী সদস্যগণ অংশগ্রহন করেন। উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে ও ইইউ এবং পিকেএসএফ’র সহযোগিতায় প্রথম দিনের কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান, প্রকল্প সমন্বয়কারী হুমায়ূন কবির, টেকনিক্যাল অফিসার (লাইভলীহুড) বাশিরুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টা’র কাদাকাটি শাখা ব্যবস্থাপক জাহিরুল ইসলাম, সহকারী টেকনিক্যাল অফিসার (লাইভলীহুড) শাহিনুর রহমান।

The post আশাশুনির টেংরাখালী দক্ষতা উন্নয়নমূলক অনাবাসিক প্রশিক্ষণ শুরু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/32DjggF

No comments:

Post a Comment