Friday, November 26, 2021

সাতক্ষীরায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও মিছিল https://ift.tt/eA8V8J

সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জোট সাতক্ষীরার আয়োজনে ২৬ নভেম্বর সকাল ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাকপার্কে এসে শেষ হয়। মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মুহিদ বুলু, স্বদেশ সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব দত্ত, উদিচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ,

খুলনা জেলা সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক বরুণ মন্ডল, সম্প্রীতি বাংলাদেশ জেলা শাখার সদস্য ও সংগীত শিল্পী চৈতালি মুখার্জী, জেলা হিন্দু যুব মহাজোটের আহবায়ক ডা: অসীম বিশ্বাস, জেলা তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি মিলন রায়, সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মিঠুন ব্যানার্জী, সনাতন ধর্মীয় যুব সংঘের সাধারণ সম্পাদক রনজিত ঘোষ, সুজয় মজুমদার, দেবব্রত অধিকারী, সুজন বিশ্বাস, মোহন বিশ্বাস, অনুপম চক্রবর্তী, তন্ময় মন্ডল, ধ্রুব নীল সরকার, প্রতিম বিশ্বাস, বাদল সরকার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের স্বপ্নের অসম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণে জঙ্গিবাদ একমাত্র বাধা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গীবাদের মূললোৎপাটনের মাধ্যমে জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাথে সাথে পাকিস্তানী মদদপুষ্ট জঙ্গিদের অংশগ্রহণে ঢাকায় ২১ আগস্ট গ্রেনেড হামলা, ২৬ নভেম্বর মুম্বাই বোমা হামলাসহ দেশ বিদেশের সকল জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বিশ্ব বিবেককে জেগে ওঠার আহবান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জোটের সমন্বয়ক মিলন কুমার বিশ্বাস।

The post সাতক্ষীরায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও মিছিল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3p3ohqt

No comments:

Post a Comment