Saturday, November 27, 2021

কালিগঞ্জ দুইটি পিস্তল ও ৩টি ককটেল উদ্ধার https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: শনিবার দিবাগত রাত ২টার টার দিকে বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশর্^বর্তী মোড়ল পাড়ানামক স্থান থেকে বোমা মজিদ ও আবু মুছা নামের দুই সন্ত্রাসীকে আটক করে র‌্যাব।

তাদের কাছ থেকে ৩ ককটেল ও দুইটি পিস্তল উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন খুলনা র‌্যাব ৬ এর সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত স্কোয়াডঅন লিডার ইশতিয়াক আহম্মেদ। গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ কালিগঞ্জ উপজেলার চাঁচাই গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং আবু মুছা একই উপজেলার শ্রীরামপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে।

The post কালিগঞ্জ দুইটি পিস্তল ও ৩টি ককটেল উদ্ধার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cRJIoS

No comments:

Post a Comment