Tuesday, November 30, 2021

আশাশুনির বুধহাটায় নমুনা শস্য কর্তন https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনির বুধহাটায় নমুনা শস্য কর্তন করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সোমবার নমুনা শস্য কর্তন করা হয়।

 

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বুধহাটা ইউনিয়নের ৫নং বুধহাটা ব্লকের শ্বেতপুর গ্রামের কৃষক দলের দলনেতা মহাদেব ঘোষের ধান ক্ষেতে নমুনা শস্য কর্তন করা হয়। কৃষক মহাদেব ব্রিধান ৮৭ আমন ধান চাষ করেন। ফসলের নমুনা কর্তনকালে ৫.১০ মে: টন/হেক্টর ফসল উৎপাদন হয়েছে বলে দেখা যায়। এই জাতের জীবনকাল ১১৭ দিন পাওয়া গেল। শস্য কর্তন পরিচালনা করেন, উপ সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম। এসময় তিনি চাষীদের বীজ সংরক্ষণের পরামর্শ প্রদান করেন।

The post আশাশুনির বুধহাটায় নমুনা শস্য কর্তন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xF40eO

No comments:

Post a Comment