সভাপতি অজিত সম্পাদক অনাদী
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি এড: অজিত কুমার মন্ডল ও সম্পাদক এড: অনাদী কৃষ্ণ মন্ডল নির্বাচিত হয়েছেন।
উৎসবমুখর পরিবেশে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির কর্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে নির্বাচিত অন্যনরা হলেন-সহ-সভাপতি এড: জিএম আক্কাছ আলী ও এড: এমএম ইদ্রিসুর রহমান, যুগ্ম-সম্পাদক এড: মো: আব্দুল মজিদ গাজী, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক এড: বিজয় কৃষ্ণ মন্ডল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড: সরদার সুবেহ সাদিক, নির্বাহী সদস্য এড: সমীর কুমার বিশ্বাস, এড: মো: একরামুল হক বিশ্বাস ও এড: মো: নজির আহম্মদ, বিনা প্রতিদ্ব›দ্বীতায় লাইব্রেরী সম্পাদক এড: মোহ্তাছিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে আইনজীবী সমিতির ৬৮ জন ভোটারের মধ্য ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এড: শফিকুল ইসলাম কচি, সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এড: শেখ বারিকুল ইসলাম ও এড: রেখা রানী বিশ্বাস।
The post পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3IcH7Ez
No comments:
Post a Comment