Sunday, November 28, 2021

কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন নারী ভোটাররা https://ift.tt/eA8V8J

ইব্রাহিম খলিল: ভোটের আনন্দে কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন নারী ভোটাররা। ভোট শুরুর পরপরই বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরায় ১৭টি ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্রের সামনে কোন প্রার্থীর সমর্থক ভিড় করার চেষ্টা করলে কঠোর ভূমিকায় দেখা গেছে প্রশাসনকে।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন প্রাইমারী স্কুল, মাদ্রাসা, স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্র কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোটাররা ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি সবচেয়ে বেশি। তারা বলেন, বাধাহীন ভোট দিতে পেরে তারা খুশি। এত সুন্দর পরিবেশে নির্বাচন আগে দেখিনি।
৪ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ৬০ বছরের রাবেয়া বেগম বলেন সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে এজন্য ভোট দিতে আসলাম এসে দেখি সকলের যার যার পছন্দের প্রতীকে ভোট দিতে পারছে। দীর্ঘদিন পর সকলের মনে যেন আনন্দ ফিরে এসেছে। একই এলাকার ৩৬ বছরের ভোটার আব্দুল জলিল বলেন গত নির্বাচনে আমরা ভোট দিয়েছিলাম। কিন্তু এত সুন্দর ভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়নি।
ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয় ছিল। প্রতিটি কেন্দ্রে দেখা গেছে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি। নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে কিন্তু পুরুষের তেমন লাইন দেখা যায়নি।
নারীদের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শামীমা বেগম বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হওয়ার কারণেই নারীদের উপস্থিতি অনেক বেশি এবং পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে ছিলেন। তবে এরকম নির্বাচন আমি আগে কখনো দেখিনি। সুন্দর পরিবেশে নির্বাচন হলে আগামীতে নির্বাচনে মানুষের মনে আস্থা পাবে।
একই ইউনিয়নের নতুন নারী ভোটার সুমাইয়া খাতুন বলেন আমার শশুর বাড়ি এখানে আমি এখানে ভোটার হয়েছি। এত সুন্দর নির্বাচন আমিও আগে কখনো দেখিনি এবং নতুন ভোটার হিসেবে সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে আমি নিজেই অনেক আনন্দিত।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা মাদ্রাসার ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার অভিষেক কুমার মন্ডল বলেন আমার এই ভোট কেন্দ্রে অনেক সুন্দর শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। মানুষ তাদের নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে।

The post কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন নারী ভোটাররা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cTu24u

No comments:

Post a Comment