Monday, November 29, 2021

দেবহাটায় পরাজিত প্রার্থীর পরিবারের উপর হামলার অভিযোগ: হাসপাতালে ভর্তি-৫ https://ift.tt/eA8V8J

দেবহাটা ব্যুরো: রবিবার দেবহাটায় ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণার রাতে পরাজিত প্রার্থীর পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। উপজেলার দেবহাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে হামলার ঘটনাটি ঘটে। এতে পরাজিত মেম্বর প্রার্থী আরমান হোসেন ও তার ভাই মজিবর রহমান মজুর বসতবাড়ি ভাংচুর এবং পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন। অপরদিকে নির্বাচিত প্রার্থীর বেশ কয়েকজন কর্মী আহত হওয়ার কথা জানা গেছে।

আহত মজিবর রহমান (৫৫) জানান, নির্বাচিত ইউপি সদস্য আব্দুল হাইয়ের কর্মী সমর্থকরা আনন্দ মিছিল করতে করতে যাচ্ছিল। সে সময় স্থানীয় আব্দুল হাবিব মন্টুর নেতৃত্বে নির্বাচিত প্রার্থীর কর্মী নবাব আলী, শহিদুল ইসলাম, জাকির হোসেন, আলাউদ্দীন, আনারুল, নুরুজ্জামান, মোহাম্মাদ আলীসহ কয়েকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমাদের জখম করে। একই সাথে আমাদের বসতবাড়ি ভাংচুর করে। এতে আমিসহ আমার পরিবারের সদস্য শাওন হোসেন (১৬) মারাত্মক জখম করে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে পরিবারের বাকি সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আমরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। এছাড়া শাওন হোসেনের অবস্থার অবনতি হওয়ায় রাতেই খুলনা ২৫০ বেড হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, নির্বচিত ইউপি সদস্য ডা: আব্দুল হাই জানান, আমি নির্বাচনে জয়ী হওয়ার পর আমার কর্মীরা আনন্দ মিছিল করছিল। এসময় সাবেক মেম্বরের কয়েকজন কর্মী আমাদের মিছিলের ভিতরে ঢুকে ইট, পাটকেল ছুড়তে থাকে। পরে তাদেরকে ধাওয়া করলে সাবেক মেম্বরের বাড়িতে ঢুকে পড়ে। এসময় আমার সমর্থক রমজান আলী (৪৫), সুমন দাস (১১), রিয়াদ হোসেন (১০) সহ বেশ কয়েকজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩ জন ভর্তি রয়েছেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে উভয়পক্ষকে নিয়ে বসার কথা জানিয়েছেন তারা।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে দেবহাটায় নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে ভোটের দিন রাতে ফলাফল ঘোষণার পর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে একটি বিশৃঙ্খলার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার অভিযোগ জানিয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। সঠিক ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

The post দেবহাটায় পরাজিত প্রার্থীর পরিবারের উপর হামলার অভিযোগ: হাসপাতালে ভর্তি-৫ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3o4FYqz

No comments:

Post a Comment