Sunday, November 28, 2021

পাইকগাছায় বিনামূল্য ২২৫০ কৃষকের মাঝে বীজধান বিতরণ https://ift.tt/eA8V8J

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় রবি মৌসুমে পৌরসভাসহ ১০ ইউপিতে ২ হাজার ২৫০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল হাইব্রিট বীজ ধান বিতরণ করা হয়েছে।

 

সরকারিভাবে সরবরাহকৃত এসব ধানের বীজের মধ্যে রয়েছে এসআই-১, এমএস-১, ও এসএল-৪ (এইচ)। রবিবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তর থেকে কৃষক-কৃষাণীরা ২ কেজি করে বিনা মূল্যের এ বীজ ধানের প্যাকেট গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম, কৃষি স¤প্রসারণ অফিসার প্রদীপ কুমার পোদ্দার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিজানুর রহমান, ডল্টন রায, আফজাল হোসেন, সাধক ঢালী, মিন্টু রায় প্রমুখ ।

The post পাইকগাছায় বিনামূল্য ২২৫০ কৃষকের মাঝে বীজধান বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31dzCMA

No comments:

Post a Comment