Tuesday, November 30, 2021

প্রতাপনগরের ইউপি সদস্য প্রার্থী শহীদুল্লাহর মনোনয়নপত্র ক্রয় https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড শ্রীপুর- কুড়িকাউনিয়া ইউপি সদস্য প্রার্থী মোহাম্মদ শহীদুল্লাহ সানা মনোনয়ন ফর্ম ক্রয় করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার নির্বাচনের দায়িত্বে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাজিবুল হাসানের হাত থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় সাংবাদিকদের ইউপি সদস্য প্রার্থী শহীদুল্লাহ বলেন, প্রতাপনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড শ্রীপুর ও কুড়িকাউনিয়া গ্রাম নদীভাঙ্গনের একটি গুরুত্বপূর্ণ স্থান। আইলা, সিডর, আম্পান ,বুলবুল ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সময় দুই গ্রামবাসীর সাথে নিয়ে মোকাবেলা করেছি। গত পাঁচ বছর ধরে এই ওদের মানুষের সেবা করে আসছি। তাই আমি সুখে দুঃখে মানুষের পাশে থাকতে চাই । এজন্য আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি এবং জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, মোঃ আবদুস সালাম মোড়ল, মৌলভী সোহরাব হোসেন, আব্দুল হাসান ঢালী, আব্দুর রহমান মোড়ল, আবু সাঈদ , আহসানুল্লাহ ছোটন, ইউনুস সরদার, ইয়াকুব আলী গাজী, আব্দুর রশিদ সানা, শহীদ মডেল প্রমূখ উপস্থিত ছিলেন।

The post প্রতাপনগরের ইউপি সদস্য প্রার্থী শহীদুল্লাহর মনোনয়নপত্র ক্রয় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3I9iKY3

No comments:

Post a Comment