Sunday, November 28, 2021

দেবহাটা-কালিগঞ্জের ১৭ ইউপিতে উৎসবের ভোট: নৌকা-৬, বিদ্রোহী-৫, জাপা-১, স্বতন্ত্র-৫ https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ এবং দেবহাটা উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ৬ প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া আওয়ামী লীগের ৫জন বিদ্রোহী, জাতীয় পার্টির একজন এবং স্বতন্ত্রী ৫জন প্রার্থী বিজয়ী হয়েছেন। রবিবার (২৮ নভেম্বর ২০২১) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে এ ফল ঘোষণা করা হয়।

এতে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৫টি নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকী ৭টির মধ্যে ১টি জাতীয়পার্টি, ২টিতে স্বতন্ত্র এবং ৪টিতে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন।
বিজয়ীরা হলেন, কুশলিয়া ইউপিতে নৌকার প্রার্থী আবুল কাশেম, রতনপুর ইউপিতে নৌকার প্রার্থী আলি আল রাজ টোকন, দক্ষিণ শ্রীপুর ইউপিতে নৌকার প্রার্থী গোবিন্দ মন্ডল, চাম্পাফুল ইউপিতে নৌকার প্রার্থী মোজাম্মেল, তারালি ইউপিতে নৌকার প্রার্থী এনামুল হক ছোট, নলতা ইউপিতে বিদ্রোহী প্রার্থী আজিজুর রহমান, মথুরেশপুরে বিদ্রোহী আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপিতে বিদ্রোহী প্রার্থী শওকত হোসেন, কৃষ্ণনগর ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী সাফিয়া পারভীন, বিষ্ণপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন, মৌতলা ইউপিতে স্বতন্ত্র ফেরদৌস হোসেন। দেবহাটা উপজেলার ৫টি ইউপির মধ্যে ১টিতে নৌকার বিজয়ী হয়েছেন। বাকী ৪টি ইউপিতে ৩টিতে স্বতন্ত্র এবং একটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ী প্রার্থীরা হলেন, নওয়াপাড়া ইউপিতে নৌকার প্রার্থী সাহেব আলী, কুলিয়া ইউপিতে বিদ্রোহী প্রার্থী আসাদুল হক, পারুলিয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম, দেবহাটা সদরের স্বতন্ত্র প্রার্থী বকুল হোসেন।

The post দেবহাটা-কালিগঞ্জের ১৭ ইউপিতে উৎসবের ভোট: নৌকা-৬, বিদ্রোহী-৫, জাপা-১, স্বতন্ত্র-৫ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cZ6smJ

No comments:

Post a Comment