Tuesday, November 30, 2021

পাইকগাছায় বিরোধপূর্ণ মৎস ঘের পরিদর্শন করলেন নিয়োগকৃত উকিল কমিশন https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: পাইকগাছায় বিরোধপূর্ণ মৎস ঘেরের জমি দখল ও বালু ভরাটের ঘটনায় আদালতের দখল ভিত্তিক স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ অমান্য করে মৎস ঘেরের জমিতে বালি ভরাটের অভিযোগে পাইকগাছা সিনিয়র সহকারী জর্জ আদালতের এক আদেশে উকিল কমিশন নিয়োগ করেন। মঙ্গলবার উকিল কমিশন ও উভয় পক্ষের আইনজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে তদন্ত করা হয়েছে।

জানা গেছে উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর মৌজায় এসএ ৩৭৮ খতিয়ানের ১৭৭ দাগসহ বিভিন্ন দাগে ক্রয় ও ডিড মূলে মোট ১২ বিঘা জমিতে প্রায় ৬ বছর ধরে মৎস লীজ ঘের করে আসছে হিতামপুর গ্রামের আব্দুল হামিদ মোড়লের ছেলে মাকসুদুর রহমান ও তৈয়েবুর।
গত আগস্ট মাসে মেলেকপুরাইকাটী গ্রামের মৃত অধীর সাধুর ছেলে সমিরন সাধু মাকসুদুর রহমান গংদের মৎস লিজ ঘেরের মধ্য হতে মুকুল মোড়ল গংয়ের নিকট থেকে ৪ বিঘা জমি ক্রয় করেছে বলে তার ক্রয়কৃত জমি ছেড়ে দিতে বলেন। এতে মাকসুদুর রহমান ২২ আগস্ট পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা করেন যার নং ২৫৮/২১।

জমি ছেড়ে না দেওয়ায় মেলেক পুরাইকাটী গ্রামের মৃত অধীর সাধুর ছেলে সমিরন সাধু লোকজন নিয়ে গত ৪ সেপ্টেম্বর মাকসুদুর রহমান গংয়ের ঘেরের মধ্য হতে প্রায় ৪বিঘা জমি বাঁধ দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে থানা পুলিশ এসে উভয় পক্ষকে স্থান থেকে সরিয়ে দেয়। গত ৪ নভেম্বর সিনিয়র সহকারী জজ এক আদেশে বলেন নালিশী দরখস্থ চুড়ান্তভাবে নিস্পত্তি না হওয়া পর্যন্ত নালিশী জমির দখল ভিত্তিক স্থিতি অবস্থা বজায় রাখতে উভয় পক্ষকে নির্দেশ দেয়া হয়। আদালতের উপরুক্ত আদেশ অমান্য করে দখল প্রতিষ্ঠার লক্ষ্যে বিরোধপূর্ণ মৎস ঘেরের জমিতে নতুন করে বাঁধ মেরামত, বাসা নির্মাণ, বলু ভরাট করার অভিযোগ এনে মাকসুদুর রহমান সমিরণ সাধুর বিরুদ্ধে গত ২২ নভেম্বর আদালতে রিট পিটিশন করেন।
অভিযোগের বিষয়ে গত ২৪ নভেম্বর শুনানি শেষে বিজ্ঞ আদালত পাইকগাছা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এড: জিএ সবুরকে প্রধান করে উকিল কমিশন নিয়োগ করেন। মঙ্গলবার বেলা ৩টায় আদালত কর্তৃক নিয়োগকৃত উকিল কমিশন সরেজমিনে তদন্তে করেন। এ সময় উপস্থিত ছিলেন এড: আবু সাঈদ, এড: ইদ্রিসুর রহমান, এড: পঙ্কজ ধর, এড: আব্দুস সাত্তার, এড: এফ এম এ রাজ্জাক, এড: কালিপদ মন্ডল, এড: সুকল্যান মন্ডল, অনন্য আইনজীবীসহ স্থায়ীয় সাংবাদিক জি এ গফুর, স্নেহেন্দু বিকাশ, জিএম মিজানুর রহমান, মিজানুর রহমান মন্টু, বাবুল আক্তার, একে আজাদ, সেকেন্দার আলী, আসাদুল ইসলাম, ফসিয়ার রহমান, স্থানীয় মেম্বর হারুন অর রশীদ হিরু। মামলার বাদী মাকসুদুর রহমান, বিবাদী সমিরণ সাধুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

The post পাইকগাছায় বিরোধপূর্ণ মৎস ঘের পরিদর্শন করলেন নিয়োগকৃত উকিল কমিশন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31a1YXT

No comments:

Post a Comment