নিজস্ব প্রতিনিধি: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরায় ১৭টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের নৌকায় ভোট দিতে নির্দেশনা দিচ্ছেন ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল।
ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নৌকা প্রতিক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান আসাদুল ইসলাম, ঘোড়া প্রতিক নিয়ে সাবেক চেয়ারম্যান আসাদুল হক ও আনারস প্রতিক নিয়ে প্রাণ নাথ। তিনজন প্রার্থীই আওয়ামী লীগের বিভিন্ন পদে রয়েছেন।
সকাল থেকে কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মধ্যে ৫নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল ভোটারদের নৌকা ও মোরগ প্রতিকে ভোট দেওয়ার নির্দেশনা দিতে দেখা যায়। তবে ঘটনাটি অস্বীকার করেছেন কেন্দ্রের প্রিজাইজিং কর্মকর্তা মিজানুর রহমান।
ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, ভোট শান্তিপূর্ণ হচ্ছে। আমি কোন ভোটারকে ভোট দিতে বাধ্য করছি না তবে সবার কাছে নৌকা ও মোরগ প্রতিকের জন্য ভোট প্রার্থনা করছি।
কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান বলেন, কেন্দ্রটিতে ২৪৭০ ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১২৫৯ জন। বাকিগুলো মহিলা ভোটার। ছয়টি বুথে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
কেন্দ্রের মধ্যে ভোটারদের নৌকা প্রতিকে ভোট দিতে নির্দেশনা দেওয়ার বিষয়ে তিনি বলেন, এমন অভিযোগ আমার কাছে কেউ করেনি।
The post কুলিয়ায় নিদিষ্ট প্রতীকে ভোট দিকে নির্দেশনা এই নেতার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3lbInNZ
No comments:
Post a Comment