Tuesday, November 30, 2021

হেলপারের হাতে স্টেয়িারিং : সাতক্ষীরায় বাস দুর্ঘটনায় জখম সাইকেল আরোহী পরিবহন শ্রমিক https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক:  হেলপার বাস চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাতের পাশে রাখা ইটের স্তুপে ধাক্কা মারায় এক সাইকেল আরোহী জখম হয়েছেন। এ সময় তার সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। মঙ্গলবার সকাল সাতটার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোপড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বাসটি আটক করলেও হেলপারকে (চালক) আটক করেনি। প্রত্যক্ষদর্শী পত্রিকা বিক্রেতা সাবান আলী ও মকবুল হোসেন জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে আশাশুনিগামি যাত্রীবাহি বাস ( খুলনা মেট্রা-জ-০৪-০০০২) এর চালকের দায়িত্ব পালন করছিল ওই বাসেরই হেলপার।

বাসটি খুলনা রোডের মোড় পার হওয়ার পরপরই ডান পাশের একটি ইটের স্তুপে ধাক্কা মারে। এ সময় বাসের সামনের চাকায় পড়ে আহত হন সাইকেল আরোহী পরিবহন শ্রমিক শহরের পলাশপোলের লিয়াকত হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করান। তবে পুলিশ বাসটি আটক করলেও তাৎক্ষণিক হেলপারকে ছেড়ে দেয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

The post হেলপারের হাতে স্টেয়িারিং : সাতক্ষীরায় বাস দুর্ঘটনায় জখম সাইকেল আরোহী পরিবহন শ্রমিক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xFkq76

No comments:

Post a Comment