Sunday, November 28, 2021

কালিগঞ্জের ১২ ইউনিয়নে বিজয়ী হলেন যারা https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জের ১২টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্টিত হয়েছে।

এতে বেসরকারীভাবে বিজয়ী হলেন যারা:

১নং কৃষ্ণনগরে সাফিয়া পারভীন (লাঙল),

২নং বিষ্ণুপুরে জাহাঙ্গীর আলম (আনারস)

৩নং চাম্পাফুল মোজাম্মেল হক গাইন (নৌকা),

৪ নং দক্ষিণ শ্রীপুরে গোবিন্দ মন্ডল(নৌকা),

৫নং কুশুলিয়ায় আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ (নৌকা),

৬নং নলতায় আজিজুর রহমান পাড় (চশমা),

 

৭নং তারালীতে এনামুল হোসেন (নৌকা),

৮নং ভাড়াশিমলায় নাজমুল হাসান (আনারস),

৯নং মথুরেশপুরে মো: আব্দুল হাকিম (রজনীগন্ধা),

১০ নং ধলবাড়িয়ায় গাজী শওকাত হোসেন (ঘোড়া)

১১ নং রতনপুরে এম আলীম আল রাজী (নৌকা)

১২ নং মৌতলা ফেরদাউস মোড়ল (ঘোড়া),

The post কালিগঞ্জের ১২ ইউনিয়নে বিজয়ী হলেন যারা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/32zN6CN

No comments:

Post a Comment